নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করব সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব।
আজ সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা ব লেন, দীর্ঘ দিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।
‘দেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত’ উল্লেখ করে আদিলুর রহমান বলেন, বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
শিল্প উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক দেশ। সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে।
আদিলুর রহমান খান বলেন, জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।
Posted ০৯:৫০ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain