
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
বার্মিংহাম : আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের যুগপূর্তি অনুষ্ঠান উৎসবমুখর করার লক্ষ্যে বার্মিংহামে বসবাসরত গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সদস্যদের সাথে নির্বাহী কমিটির এক প্রতিনিধি দলের মতবিনিময়ে অনুষ্ঠিত হয় । গত ১৪ অক্টোবর রোজ সোমবার বার্মিংহামের পঞ্চখানা রেস্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও এডুকেশন সেক্রেটারি সৈয়দ নাদির আহমদ ও মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদের পরিচালনায় পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন নাসিম আহমেদ সাজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব এমদাদ হোসেন টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কোষাধক্ষ্য মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সহ-সভাপতি আফছার ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনজুর আহমদ শাহনাজ, নির্বাহী সদস্য সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন, নির্বাহী সদস্য রোমান আহমেদ চৌধুরী, জাকির হোসেন । সভায় বক্তারা যুগপূর্তি উৎসবকে প্রাণবন্ত করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং বছরে অন্তত একটি সভা বার্মিংহামে করার জন্য অনুরোধ জানান ।
যুক্তরাজ্যের মাটিতে সংগঠনের নামে দ্বিতীয় ঘর ক্রয় করার জন্য সকলের মতামত ও ডোনেশন এর আহ্বান জানালে উপস্থিত সদস্যদের ৮ জন সদস্য গোল্ড ডোনার হবার প্রতিশ্রুতি প্রদান করেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি আমিনুর রাহমান দুলু, প্রবীন মুরুব্বি লুত্ফুর রহমান চৌধুরী , ইফতেখার আহমদ তারেক, মোঃ আব্দুল রব, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ, রেজাউল করিম চৌধুরী ছুটন, রেজাউল ইসলাম বিল্লাহ , গোলাম মোস্তফা লিমন , মুমিনুল হক চৌধুরী, বুলবুল চৌধুরী, সেলিম আহমদ, আছকির আলী, তাজুল ইসলাম খান, নাসিম আহমেদ সাজন, তোফায়েল আহমদ চৌধুরী, অহিদুর রহমান, মুর্শেদ আহমেদ, জামিল আহমেদ, আব্দুল্লাহ সায়েম, যুবায়ের আহমেদ, আব্দুর রব, আলী আকবর বাবু, মোয়াদ রাহমান, প্রমুখ।
Posted ১০:৩৩ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin