শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

  |   মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | প্রিন্ট


চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে দোলারবাজার ইউনিয়নের সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ২৬শে মার্চ মহান স্বাধিনতাও জাতিয় দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে জাতিয় পতাকা উত্তোলন, সম্মিলিত জাতিয় সংগিত পরিবেশন, র‌্যালী, কৌতুক, নাটিকা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভাও বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গনির সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের কভেন্ট্রি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কুর্শি শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক ও সাবেক ব্যাংকার আলহাজ্ব রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসি সমাজসেবিও শিক্ষানুরাগি মো. মানিক মিয়া তালুকদার, সিলেটস্থ সিকদার কলেজের প্রভাষক জুয়েল আলম, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরুজ আলম জয়নাল, সাবেক মেম্বার আবদুল হক, সমাজসেবি আলী হোসেন সিদ্দিক, প্রবাসি ক্বারি কামাল আহমদ, ব্যবসায়ি সায়েক আহমদও সুনামগঞ্জ জেলা জাতিয় যুব সংহতির আহবায়ক কমিটির সদস্য আবদুল ছালিক মিলন তালুকদার। বক্তব্য রাখেন, শিক্ষক সজিবুর রহমানও সুমেশ চন্দ্র দাস।

পরে বঙ্গবন্ধুর কন্ঠে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, শিশু রুম্মান আহমদ। সভায় উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার হায়দার আলী রাজু, মাওলানা রশিদ আহমদ, এলা মিয়া, ইসলাম উদ্দিন, মতছির আলী, সমাজসেবি নজির আলী, সৈয়দ আনোয়ার আলী, নজির আলী-২, ময়না মিয়া, আবদুর রুপ, মজনু মিয়া, সাহেল মিয়া, জামাল উদ্দিন, আম্বর আলী, সুলতাম আহমদ, শামছুল ইসলাম, ছামির আলী, শিক্ষক লায়েক আহমদ, আবু বকর শাহিন, মিজানুর রহমান, জালাল উদ্দিনও বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন। সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথিও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ট ও ফুলেরতোড়া দিয়ে অভ্যর্থনা জানান। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন, নবম শ্রেণির ছাত্র সায়েক আহমদ।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪৩ | মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com