শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ খুনের ঘটনায় নূর হোসেন `মঞ্চের নায়ক

  |   রবিবার, ২৫ মে ২০১৪ | প্রিন্ট

৭ খুনের ঘটনায় নূর হোসেন `মঞ্চের নায়ক

obaydul kader 1

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় নূর হোসেন ‘মঞ্চের নায়ক’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাটিয়ারি ইউনিয়নের ধামাইরখাল সেতুর উদ্বোধনকালে

এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘তদন্তে বলা হচ্ছে, নূর হোসেন ‘মঞ্চের নায়ক’।

ফেনীর ঘটনায় জয়নাল হাজারী ও নিজাম হাজারী ‘মঞ্চের নায়ক’ কি না, তদন্তে বের হলে শাস্তি তাদের পেতেই হবে। ’তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ বা ফেনীতে খুনের ঘটনার সঙ্গে সত্যিকার অর্থে যারা জড়িত; দলের হোক, দলের বাইরের হোক, শাস্তি তাদের পেতেই হবে।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমরা সত্যকে আড়াল করছি না। নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মতো এলিট ফোর্সের তিন জন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রিমান্ডে নেয়া হয়েছে। ফেনীতেও আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সরকার বিএনপিকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা যদি সভা-সমাবেশ করতে না পারে, মে দিবসে তারা কীভাবে সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় জনসভা করতে পারল? সভা-সমাবেশ সরকার বন্ধ করেনি। তাদের আসলে সভা-সমাবেশ করার মতো শক্তি কতটা, সেটাও বুঝতে হবে। এ পর্যন্ত ৫০০ লোক নিয়ে ঢাকা শহরে একটা মিছিল দেখিনি। আন্দোলনে শুধু তর্জন-গর্জন, কখনো কখনো অজ্ঞাতস্থানে বসে প্রেস ব্রিফিং।’

পদ্মা সেতুতে জনবল নিয়োগে দুর্নীতির ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি আজগুবি রটনা।’

তিনি বলেন, ‘সেতু বিভাগ যদি বিজ্ঞপ্তি না দেয়, লোকাল কনসালট্যান্ট সেনাবাহিনী যদি কোনো বিজ্ঞপ্তি না দেয়, তা হলে হাওয়ার ওপর তো লোক নিয়োগ হবে না। পদ্মা সেতুতে সেতু বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি এযাবত কেউ দেখেছে বলে আমার জানা নেই। লোক নিয়োগের ব্যাপারটি একেবারে ভুয়া, প্রতারণা।’

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৩ | রবিবার, ২৫ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com