শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২০ বছরের পুরাতন বাস রাজধানীতে চালাতে মানা,সাঈদ খোকন

  |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

২০ বছরের পুরাতন বাস রাজধানীতে চালাতে মানা,সাঈদ খোকন

দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী মার্চ থেকে ২০ বছরের পুরানো কোনো বাস চলতে দেয়া হবে না। সেই সঙ্গে বিআরটিএ আইন অনুযায়ী কোনো চালকের ন্যূনতম শিক্ষা না থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। এজন্য বিআরটিএ, ডিএসসিসি, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযানে নামবে।

বুধবার দুপুরে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য জানান।

সাঈদ খোকন বলেন, যানজট ঢাকার দুঃখ। যানজটে পড়ে অনেক রোগীর রাস্তায় মৃত্যু হয়েছে, শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, সড়কে গর্ভপাত হয়েছে। তাই রাজধানীর যানজট নিরসনে বাসগুলোকে সুষ্ঠু কাঠামো ও নিয়ন্ত্রণে আনতে হবে।

মেয়র বলেন, ইতোমধ্যে নগরীর ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে। আমরা সব ষড়যন্ত্র উপেক্ষা করে ফুটপাত জনগণকে বুঝিয়ে দিয়েছি।

সড়কে পার্কিং প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, যত্রতত্র সড়কে পার্কিং করায় যানজটের দৈর্ঘ অনেক দূর চলে যায়। এর অন্যতম কারণ কাণ্ডজ্ঞানহীন চালক। বিআরটিএ আইন অনুযায়ী নূন্যতম শিক্ষা ছাড়া চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

তিনি বলেন, রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী মার্চ থেকে ২০ বছরের পুরানো কোনো বাস চলতে দেয়া হবে না। সেই সঙ্গে বিআরটিএ আইন অনুযায়ী কোনো চালকের ন্যূনতম শিক্ষা না থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

মেয়র বলেন, মতিঝিলে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস সড়কের পাশে পার্কিং করে। আজিমপুর ও পুরান ঢাকারও একই অবস্থা। আমরা এসব এলাকায় পার্কিং নিষিদ্ধ করে দিচ্ছি। এই বাসগুলো যাত্রী নামিয়ে সিটি কর্পোরেশন নির্ধারিত একটি স্থানে গিয়ে পার্কিং করবে। এই স্থানগুলো হচ্ছে- মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনের খালি জায়গা ও সাদেক হোসেন খোকা বালুর মাঠ। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বিআরটিএ, ডিএমপির ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:১৯ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com