শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ উপজেলা পরিষদে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

  |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

১৮ উপজেলা পরিষদে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

দলীয় ভিত্তিতে এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের অন্য সংস্থার মতো উপজেলা পরিষদের নির্বাচন দলীয়ভাবে করার আইন করা হলেও এতোদিন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী ৬ মার্চ তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সামনে অনুষ্ঠেয় ১৮টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া একটি পৌরসভা নির্বাচনেও দলীয় মনোনয়ন দিয়েছে দলটি।

দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম

কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ, নীলফামারী জলঢাকা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু। পাবনার সুজানগর উপজেলায় আব্দুল কাদের রোকন। পাবনার ঈশ্বরদী মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খাতুন। নাটোর বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সাতক্ষীরা কলারোয়া ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, বাগেরহাট মোড়েলগঞ্জ ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

বরিশালের   বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে গোলাম ফারুক, গৌরনদী চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ঝালকাঠি কাঠালিয়া    চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, পটুয়াখালী রাঙ্গাবালী চেয়ারম্যান অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

কিশোরগঞ্জ   হোসেনপুর   চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম (নুরু), সিলেটের  ওসমানীনগরে চেয়ারম্যান পদে আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী জগলু, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা পারভীন। সুনামগঞ্জ জগন্নাথপুরে      চেয়ারম্যান  আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী। কুমিল্লা আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম, কুমিল্লা চৌদ্দগ্রাম ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, কুমিল্লা সদর দক্ষিণ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার। খাগড়াছড়ি গুইমারা উপজেলায় চেয়ারম্যান মেমং মারমা, ভাইস চেয়ারম্যান মো.  নুরুন্নবী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্না ত্রিপুরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে পটুয়াখালী গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আহসানুল হক তুহিন।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:১২ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com