বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের আসনে মনোনয়ন চান ভাই ও বোন

  |   শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

সৈয়দ আশরাফের আসনে মনোনয়ন চান ভাই ও বোন

স্বাধীনদেশ অনলাইন : সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে মনোনয়ন চান তার ছোট ভাই সৈয়দ সাফায়েত উল ইসলাম ও বোন সৈয়দা জাকিয়া নূর লিপি। ইতিমধ্যে তারা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম বিক্রির প্রথম দিন গত বুধবার প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাফায়েত উল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তার পক্ষে মনোনয়ন ফরম নেন তোফাজ্জল হোসেন। মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে গতকাল সকালে সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি মনোনয়ন সংগ্রহ করেন। সৈয়দা জাকিয়া নূরের মামাতো বোন আনা মিলকী তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ছাড়া একই আসনে গতকাল শেষ দিন পর্যন্ত মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মসিউর রহমান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফের মৃত্যুর কারণে এই আসনে আবার ভোট হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগেই ৩রা জানুয়ারি রাত ১০টার দিকে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। কিশোরগঞ্জ-১ আসনে পুনঃনির্বাচন হবে ২৮শে ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১শে জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৩রা ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ তারিখ ১০ই ফেব্রুয়ারি।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিতে গতকাল শেষ দিন পর্যন্ত ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ তালিকায় আছেন ব্যবসায়ী আদম তমিজী হক, মো. আতিকুল ইসলাম, মো. ইয়াদ আলী ফকির, মো. কুতুবউদ্দিন, রাসেল আশেকী, মোহাম্মদ আরিফ হোসেন, শহিদুল্লাহ ওসমানী, খায়রুল মজিদ মাহমুদ, মো. সাখাওয়াত হোসেন ও মো. জামাল মোস্তফা।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:০৬ | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com