শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সাংবাদিক আমিনুল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন

একে কুদরত পাশা   |   শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট

সুনামগঞ্জে সাংবাদিক আমিনুল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ : যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দৃষ্টন্তমূলক বিচার চেয়ে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ জেলার সর্বস্তরের সাংবাদিকরা। আজ শনিবার( ৬ মে )দুপুরে সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার ( ট্রাফিক পয়েন্ট চত্বরে )মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিলন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিবিসির সুনামগঞ্জ প্রতিনিধি আসাদ মণি, মাই টিভি ও আমার সংবাদ জেলা প্রতিনিধি আবু হানিফ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি আপ্তাব উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক মুন্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় সকল জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। বাংলাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের কারণে সারাবিশ্বে রেংকিংএ পিছিয়ে গেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহনা টিভি জেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি আমিনুল হক, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি বিপলু রজ্ঞন দাস, দৈনিক বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন লিটন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক সারাবাংলা সংবাদ জেলা প্রতিনিধি শাওন রায়, নিউ টাইমস্২৪ স্টাফ রিপোর্টার রহিম রানা, বর্তমান সময়.কম স্টাফ রিপোর্টার আক্তার হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবন্দ।

প্রসঙ্গত, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় নির্মিতব্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতা জিল্লুর রহমান সজিবের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমিনুল ইসলামের উপর হামলা চালায়। এতে মাথায় ও বুকে আঘাত পান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৭ | শনিবার, ০৬ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com