বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

একে কুদরত পাশা   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সুনামগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড
সুনামগঞ্জ : সুনামগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে অপর দুই ধর্ষনের মামলায় আরো দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। মংলবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের বিজ্ঞ বিচারক জনাব মোঃ জাকির হোসেন পৃথক তিন মামলায় আসামীদের এই সাজা প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন, বিনয় রায় (৪৩)। সে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত বিদ্যাধর রায়ের পুত্র। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন একই জেলার তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র আবিদ হোসেন রিমন ও দোয়ারাবাজার উপজেলার তেরা গ্রামের কলমদর আলীর পুত্র সমছু মিয়া।

মামলার বিবরনে জানা যায়, মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী বিনয় রায় বিগত ৩০/০৭/১৪ইং তারিখে তিন লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী ময়না রায়কে পিটিয়ে গুরুতর জখম করলে স্থানীয় কলমাকান্দা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে। এঘটনায় নিহতের ভাই হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শাহানগর গ্রামের মিন্টু চন্দ্র রায় বাদী হয়ে মমধ্যনগর থানায় মামলা দায়ের করলে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে নারী শিশু ২৪/১৫ ইং মোকদ্দমায় বিজ্ঞ আদালত আসামি বিনয় রায়ের বিরুদ্ধে মৃত্যু দন্ডের এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে আসামী আবিদ হোসেন রিমনকে নারী শিশু ১৯৭/১৮ইং ও আসামী সমছু মিয়াকে নারী শিশু ১৬৬/১৪ইং মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। তাদের উভয়ের বিরুদ্ধেই জোর পুর্বক ধর্ষনের অভিযোগ বিদ্যমান ছিল।
Facebook Comments Box
advertisement

Posted ১১:৫০ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com