শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটের প্রবীণ শায়খুল হাদীস আল্লামা ফয়জুল বারী মহিষপুরী আর নেই বিভিন্ন জনের শোক

  |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

m.foyjul bari- kanaighat, sylhetবৃহত্তর সিলেটের প্রখ্যাত আলেমেদ্বীন, প্রবীণ হাদীস বিশারদ নয়াসড়ক জামে মসজিদের খতীব , কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড পুর্বসিলেট আযাদ দ্বীনী এদারার সভাপতি, কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা ফয়জুল বারী (মহিষপুরী হুজুর)আর নেই। তিনি গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকার সময় কানাইঘাট উপজেলাধীন মহিষপুর গ্রামের নিজ বাড়ীতে বার্ধ্যক্যজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন। স্ত্রী, ১ ছেলে , ৮ কন্যাসহ অসংখ্য ছাত্র-ভক্ত অনুরক্ত রেখেযান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৮ বছর । সিলেটের প্রবীণ এই আলেমেদ্বীনের মৃত্যুর খবর মুর্হুতে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সিলেটের প্রত্যন্ত এলাকা হতে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন রিজার্ভকওে অসংখ্যবক্ত মরহুমকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য কানাইফাটে ছুটে যান। তার জানাযায় শরীক হতে বিভিন্ন কওমী মাদ্রাসা অঘোষিত ছুটি ছিল। মরহুম শায়খুল হাদীস আল্লামা ফয়জুল বারী মহিষপুরী দারুল উলুম কানাইঘাটের ২০ বছরের মুহতামিমসহ দীঘ দিন যাবত শায়খুল হাদীসের দায়িত্ব পালন করেন। একই সাথে সিলেট নগরীর ঐতিহ্যবাহী নয়াসড়ক জামে মসজিদের খতীব ও নয়া সড়ক দারুল হাদীস টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীসের দায়িত্ব ও পালন করেন।  পুর্বসিলেটের কওমী মাদ্রাসা সমুহের প্রাচীন তম শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারার সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলার দীগঘ দিনের সভাপতির দায়িত্ব পালন করেন। আধ্যাত্মিক ময়দানে তিনি ফেদায়ে মিল্লাত আল্লামা আসআদ মাদানীর খলিফা ও আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.)এর খাছ শাগরিদ ছিলেন। আজ শনিবার সকাল ১১ ঘটিকায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশ: মরহুমের  ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্তমহাসচিব সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক,সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আতাউর রহমান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, আল কলম গবেষনা পরিষদের সভাপতি মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা শিহাবুদ্দিন, সহসভাপতি মাওলানা শফিকুল হক, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, জমিয়ত নেতা মাওলানা জামিল আহমদ বায়মপুরী, সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল কাহীর চৌধুরী, কানাইঘাট দারুল উলূম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, আল্লামা আলীমুদ্দিন দুর্লভপুরী, আল্লামা শামসুদ্দিন মাও. ক্বারী হারুনুর রশিদ চতুলী, মাও. আব্দুল হামিদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলাউদ্দিন মামুন, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাঁতবাক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, ৩নং দিঘীরপার পুর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী , মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী , দক্ষিণ সুরমা যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ প্রমুখ।

বার্তাপ্রেরক : রুহুল আমীন নগরী

Facebook Comments Box
advertisement

Posted ১০:২১ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com