শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারা বাংলাদেশে এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার কাজ করা হচ্ছে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | প্রিন্ট

সারা বাংলাদেশে এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার কাজ করা হচ্ছে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে আগামী তিন-চার বছর পর গ্রাম অঞ্চলের মানুষও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, তখন দেশের কোথাও আর কোনো বিদ্যুৎবিভ্রাট থাকবে না।

 

আজ রাজধানীর কেরানীগঞ্জে আইটি/হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় তিনি এসব কথা বলেন।

 

নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এ দেশকে ডিজিটাল করা সম্ভব হয়েছে। আমরা আজ খুবই আনন্দিত একারণে যে, কেরানীগঞ্জে আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এর মাধ্যমে আইটি ইন্ডাষ্ট্রিতেও এখন কেরানীগঞ্জবাসী অবদান রাখার জন্য প্রস্তুত হলো।

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার সময় অনেকে বিদ্রুপ করেছেন। অথচ এখন এই ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এখন বাস্তবতা। মুজিববর্ষে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শতভাগ এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌছে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জে হাইটেক পার্ক স্থাপন সম্পন্ন হলে এই এলাকার ছেলেরা গতানুগতিক ব্যবসা-বাণিজ্যর বদলে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করতে পারবে। যা এই দেশের আর্থ-সামাজিক পরিবেশের ব্যাপক পরিবর্তন আনবে।

 

এ সময় আরও উপস্থিতি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৪ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com