শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক শিমুল হত্যা, মেয়র মিরুসহ ছয়জন রিমান্ডে

  |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

সাংবাদিক শিমুল হত্যা, মেয়র মিরুসহ ছয়জন রিমান্ডে

সাংবাদিক শিমুল হত্যামামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুসহ ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শাহজাদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হক সোমবার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পৌর মেয়র হালিমুল হক মীরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য কে এম নাসিরুদ্দিন, হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।

মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আদালতে দুই মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে সকাল ১০টায় আদালত হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয় আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে ছাত্রলীগ নেতা বিজয় মাহামুদের ওপর হামলা মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেছে।

গত ৫ ফেব্রুয়ারি মিরুকে ঢাকার শ্যামলী থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। নিরাপত্তাজনিত কারণে শাহজাদপুরের পরিবর্তে সিরাজগঞ্জের অতিরিক্ত সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহারের দায়ের করা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরু এবং তার ভাই মিন্টু ও পিন্টুসহ এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে বিক্ষুব্ধ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের সঙ্গে সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুর শটগানের ছোড়া গুলিতে আহত হন শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে মারা যান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:০২ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com