শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের ভেতরে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে: ইনু

  |   মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট

সরকারের ভেতরে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে: ইনু

জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেশ কিছুদিন ধরে সরকারের ভেতরে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এই সমন্বয়হীনতার কারণে প্রশাসনের ভেতরে দুর্নীতিবাজ সিন্ডিকেট সরকারের উন্নয়নের সুফল ধ্বংস করছে। পাশাপাশি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটা চক্র শেখ হাসিনা ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সাংবাদিকদের ব্যাংক একাউন্ট তলব করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘সংঘবদ্ধভাবে সাংবাদিকদের ব্যাংক একাউন্ট তলব করা মানে সংবাদপত্রের স্বাধীনতায় ধমক দেওয়া।

বিএনপির আন্দোলন সম্পর্কে ইনু বলেন, ‘দুর্নীতিবাজ, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলনের ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই  না।

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মোহসিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২২ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com