শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের প্রশ্রয়ে দেশব্যাপী গুম-খুনের নৈরাজ্য সৃষ্টি: ফখরুল

  |   বুধবার, ৩০ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

fokrul-rizvi

৩০ এপ্রিল : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের প্রশ্রয়ে দেশব্যাপী গুম-খুনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। জনগণের আন্দোলনকে ভীত সন্ত্রস্ত করার জন্য এটি সরকারের একটি ঘৃণ্য অমানবিক অপকৌশল। নিপীড়ক ফ্যাসিস্ট সরকার জনগণের ওপর নানাবিধ নির্যাতন চালানোর পরও নিজেদেরকে নিরাপদ মনে করছেন না। তাই লাশের পাহাড় তৈরি করে মূলত সরকার জনগণের উপর প্রতিশোধ নিতে চাইছে।’

বুধবার রাতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কোন শক্তির আড়ালে প্রতিদিন দুষ্কৃতিকারীরা দিনের পর দিন অপহরণ আর গুমের ঘটনা ঘটিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে?’

তিনি বলেন, ‘প্রতিদিন হয় বিরোধী দলের নেতাকর্মী নতুবা সাধারণ নিরীহ মানুষকে হত্যা আর গুম করে পার পেয়ে যাচ্ছে এই গুপ্ত ঘাতকরা। কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখনো নিশ্চুপ?’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত রোববার নারায়ণগঞ্জে দিনে দুপুরে কাউন্সিলারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরবর্তীতে আজ দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ৬ জনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে। এটা শুধু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশই নয় বরং গোটা দেশ আজ এক গুপ্ত ঘাতকদের লীলাভূমিতে পরিণত হয়েছে এটি তারই চরম দৃষ্টান্ত। আইনশৃঙ্খলার চরম অবনতি দেশের সব রেকর্ডকে ভঙ্গ করেছে। গোটা জাতি এক বিভীষিকাময় আতঙ্ক ও ভীতির মধ্যে বাস করছে। বাসা থেকে বেরিয়ে পরিবারের কাছে ফিরতে পারবে কি না? সে বিষয়ে প্রত্যেক নাগরিকই সংশয়ে ভুগছে। বিরোধী দলকে দমন করতে এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার ফ্রি লাইন্সেস দেয়ার কারণেই দেশব্যাপী এক বিভৎস নৈরাজ্য বিরাজ করছে। প্রতিদিন মানুষ গুম হচ্ছে এবং কয়েকদিন পর তাদের লাশ দেশের কোনো না কোনো অঞ্চলে পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘এতো লোমহর্ষক মরণঘাতী ঘটনা ঘটার পরও সরকারের এ বিষয়ে কোনো কার্যকর তৎপরতা নেই। অধিকাংশ অপহরণের ঘটনায় কালো গ্লাস ঢাকা মাইক্রোবাসের বিষয়টি সংবাদপত্রের পাতায় ছবিসহ প্রকাশিত হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘এই দুর্বীনিত দুঃশাসনে মানুষের জান-মালের নিরাপত্তার জন্য জনগণকেই নিদ্রাহীন প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কারণ আজ রক্ষকরাই ভক্ষকে পরিণত হয়েছে। জনগণের নিরাপত্তা দিতে স্বৈরাচারের ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে এবং গুম, খুন ও অপহরণের করাল গ্রাস থেকে জনগণকে বাঁচাতে বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি অকুতভয় যোদ্ধা হিসাবে লড়াই চালিয়ে যাবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপহৃত ৬ জনের জীবনের নিরাপত্তা দিতে না পরায় এই ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২১:১১ | বুধবার, ৩০ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com