মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী

  |   সোমবার, ০৪ এপ্রিল ২০২২ | প্রিন্ট

সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী

প্রায় এক মাস ধরেই যানজটের যন্ত্রণায় ভুগছে রাজধানীবাসী। দিন যতো যাচ্ছে, যানজটের পরিমাণও বাড়ছে। এর মধ্যে রোববার রমজানের প্রথম ইফতারের সময় ভয়ংকর যানজটের দৃশ্য দেখেছে নগরবাসী। যানজটের কারণে অনেককেই রাস্তায় ইফতার করতে দেখা গেছে। আজ সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী।

 

রাস্তায় বাস ৫ মিনিট চললেও, যানজটের কারণে দাঁড়িয়ে থাকছে ৩০-৪৫ মিনিট। আবার কোনো যায়গায় ঘণ্টা পার হয়ে গেলেও গাড়ি আগানোর কোনো লক্ষণ নেই। ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকার পর এক সময় বিরক্ত হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন মানুষ।

সোমবার সকাল থেকে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা ঘুরে যানজটের এ চিত্র দেখা যায়।

 

আজ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এসব এলাকার যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার পর হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। যা এখনও রয়েছে।

 

সদরঘাট থেকে উত্তরাগামী ভিক্টর ক্লাসিক পরিবহনের যাত্রী মো. আজিজুল বলেন, প্রতিদিন সদরঘাট থেকে উত্তরায় অফিস করতে যাই। গত কয়েকটি দিন যানজটের অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। অফিসে যাওয়ার সময় এক যুদ্ধ, আর ফেরার পথে আরেক যুদ্ধ।

প্রগতি সরণির দিয়ে চলাচল করা অনাবিল পরিবহনের চালক সাইফুল হোসেন বলেন, রিকশা, সিএনজি, মোটরসাইকেল ও প্রাইভেটকারেই রাস্তা বন্ধ হয়ে থাকে। আমরা বাস চালাব কোথায়। সারাদিন এভাবে যানজট লেগেই থাকে। এখন ইফতারির সময় তো আরও ভয়াবহ অবস্থা হয় যানজটের।

 

যানজটের নিয়ে বাড্ডা এলাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. কালাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকেই ভয়াবহ যানজটের শুরু হয়েছে। এখন আবার রমজান শুরু হয়েছে। সকালে ও ইফতারের আগে প্রচুর যানজটের সৃষ্টি হয়। কারণ এই দুটি সময়ে একসঙ্গে অনেক মানুষ বের হয়। তবে সর্বাত্মক চেষ্টা করি যানজট নিয়ন্ত্রণে রাখতে।

 

এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট ও পান্থপথ এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত ব্যাপক যানজট রয়েছে। ওইসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই।  সূএ:ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৩৪ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com