শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে কেবল নেত্রীর বন্দনা, উনিও মিটিমিটি হাসেন: মান্না

  |   শনিবার, ২৯ জুন ২০১৯ | প্রিন্ট

সংসদে কেবল নেত্রীর বন্দনা, উনিও মিটিমিটি হাসেন: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একাদশ জাতীয় সংসদ নেত্রী বন্দনার সংসদ। একেকজন সদস্য দাঁড়িয়ে কেবল নেত্রীর বন্দনা করেন। সমস্ত প্রশংসা তোমার, আর কারও প্রাপ্য নয়। যার প্রশংসা করেন উনিও (প্রধানমন্ত্রী) মিটিমিটি হাসেন। এরকম সার্কাস দেখেছেন?

শনিবার (২৯ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত ‘জাতীয় রাজনীতি : গণতন্ত্রের মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের জোট শরীকদলের এই নেতা মনে করেন এই সংসদে যোগ দিয়ে বিএনপি তাদের দাবি আদায় করতে পারবে না।

সংসদে যোগ দেওয়া বিএনপি ও গণফোরামের সদস্যদের দিকে ইঙ্গিত করে মান্না বলেন, এরপরেও যদি মনে করেন, সংসদে গিয়ে লড়াই করতে না পারলে বোধহয় এই লড়াইয়ে কখনও জিতব না। আমি তাদেরকে বলি, রাজপথের লড়াইয়ের কথা বাদ দিয়ে যারা সংসদের কথা ভাবেন, তারা মূলত কোনো লড়াই করতে পারবেন না। সংসদে লড়াই করে জিততে পারবেন? যেখানে একজন সংসদ সদস্যকে দুই মিনিট কথা বলার সময় দিয়ে এক মিনিট পর মাইক বন্ধ করে দেওয়া হয়।

স্পিকারের সমালোচনা করে তিনি বলেন, স্পিকার আগেই বলে দেন অসংসদীয় কোনো কোনো কথা-বার্তা থাকলে বাদ দিয়ে দেওয়া হবে। উনি (স্পিকার) কেমন করে জানেন যে সংসদ সদস্য কী বলবেন। উনি কি আগেই কিছু বাদ দেওয়ার ক্ষমতা রাখেন?

রাজপথের আন্দআলনে জোর দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আপনারা যে যে দল করেন, নিজের দল গোছান। উপযুক্ত সময় হলে প্রতিবাদের জন্য রাজপথে নামব। নিশ্চয়ই রাজপথে গণতন্ত্রের শক্তি লাগবে।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৩৪ | শনিবার, ২৯ জুন ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com