মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শ্রীবরদীতে মাদক, জুয়া ও গরু চুরি প্রতিরোধে  পুলিশের মতবিনিময়

  |   রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ | প্রিন্ট

শ্রীবরদীতে মাদক, জুয়া ও গরু চুরি প্রতিরোধে  পুলিশের মতবিনিময়

শাহরিয়ার মিল্টন, শেরপুর  : মাদক, জুয়া ও গরু চুরি প্রতিরোধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন হাট-বাজার, গুরুত্বপূর্ণ স্থানে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। বিট পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার প্রত্যয়ে শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে
উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ , শিক্ষক, ছাত্র সহ সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় কার্যক্রম অব্যাহত রেখেছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস। মতবিনিময়ের পাশাপাশি গরু চুরি প্রতিরোধে গঠন করা হচ্ছে এলাকা
ভিত্তিক কমিটি। করোনা প্রতিরোধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাক্স বিতরণ করা হচ্ছে মতবিনিময় সভায় আগত সকলের মাঝে।

ইতিমধ্যেই শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরনা ও রানিশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে । পুলিশের এ ধরনের কার্যক্রম । প্রায় প্রতি রাতেই আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে রন পাহারায় নিয়োজিত রয়েছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস। বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের  দিয়ে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপকহারে বৃদ্ধি পায় গরু চুরি। গরু চুর আতঙ্কে গ্রামবাসীকে গোয়াল ঘরের পাশে নির্ঘুম রাত কাটাতে হয়। তবুও কোনভাবেই প্রতিরোধ করা যাচ্ছিল না গরু চুরির ঘটনা। উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো আব্দুল হামিদ সোহাগ বলেন, গরু চুরি আতঙ্কে অত্র ইউনিয়নের শতশত গ্রামবাসী রাতের বেলায় বসত ঘরে থাকতে পারে না। গোয়াল ঘরের সামনে রাত জেগে বসে থাকতে হতো। ইতিমধ্যেই ওসি বিপ্লব কুমার বিশ্বাসের উদ্যোগে আমরা প্রতিটি এলাকায় গরু চুরি প্রতিরোধে কমিটি গঠন করা হচ্ছে।

গ্রাম পুলিশের সাথে এই কমিটির সদস্যরা রাত জেগে পাহারায় নিয়োজিত থাকবে। আমি নিজেও প্রতি রাতেই বিভিন্ন এলাকায় পাহারায় নিয়োজিত রয়েছি। সিঙ্গাবরনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো হাবিবুর রহমান হাবিব বলেন,
পুলিশের এ ধরনের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে গত ৮ মাসে ওসি বিপ্লব কুমার বিশ্বাস শ্রীবরদীতে আইনশৃঙ্খলা উন্নয়নে নতুন চমক সৃষ্টি করেছে। গরু চুরি প্রতিরোধে এ ধরনের কমিটি গঠন করা হলে অনেকাংশে
কমে যাবে গরু চুরি।

কর্ণঝোরা এলাকার ইউপি সদস্য মো সুমন মিয়া বলেন,পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, আমরাও অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। শ্রীবরদী থানার এস আই মো নাজমুল আমিন বলেন,শেরপুরের পুলিশ সুপার স্যার এর নির্দেশে শ্রীবরদীর ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে আমরা অপরাধ
নির্মূলে সর্বদাই নিয়োজিত রয়েছি। বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা প্রতিনিয়ত বিট ভিজিটের পাশাপাশি জনসাধারণের সাথে মতবিনিময় কার্যক্রম অব্যাহত রাখছি।

এ প্রসঙ্গে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শ্রীবরদী উপজেলাবাসী আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল, মাদক ও জুয়া প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পুলিশের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক কার্যক্রম শুরু করেছি। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে । তিনি আরোও বলেন, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

পুলিশ তাদের শক্ত হাতে দমন করবে। মাদক ব্যবসায়ীদের নাম জুয়ার স্পটের তথ্য দিয়ে কেউ সহযোগিতা করলে অবশ্যই তার নাম গোপন রাখা হবে। প্রয়োজনে তাকে পুরস্কৃত করা হবে। আমরা অত্র উপজেলায় গরু চুরি প্রতিরোধে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। রাতের বেলায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এ কার্যক্রমে আমাদের সহযোগিতা করবে স্বেচ্ছাসেবক বাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪১ | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com