শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুর-ময়মনসিংহে ৪৫ কি.মি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

  |   বুধবার, ১১ মে ২০২২ | প্রিন্ট

শেরপুর-ময়মনসিংহে ৪৫ কি.মি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

শাহরিয়ার মিল্টন,  শেরপুর :  শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) । মঙ্গলবার (১০ মে)  সকালে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় অনুমোদিত ওই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৪২ কোটি ২৭ লাখ টাকা। মে ২০২২ হতে এপ্রিল ২০২৫ এর মধ্যে এ প্রকল্পটির বাস্তবায়ন হবে। অন্যদিকে শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামসহ সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান। ময়মনসিংহ অংশে রেলওয়ে ওভারপাসসহ ব্রহ্মপুত্র নদের উপর প্রায় দেড় কিলোমিটার সেতুসহ (দৈর্ঘ্য-১৪৭১.৬৬ মিটার) সড়কটির মোট দৈর্ঘ্য ৪৪.৯০৬ কি:মি:।

এছাড়াও আরো ৭টি সেতু এবং ৭৭টিআরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। গত ২০১৬ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ময়মনসিংহ বিভাগীয় শহর উন্নয়ন’ বিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নতুন শহরের সঙ্গে যোগাযোগের জন্য ব্রহ্মপুত্র নদে ৩টি সেতু নির্মাণের জন্য লিখিত নির্দেশনা প্রদান করেন। যা একটি সেতুসহ সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। একনেক প্রকল্প সূত্রে জানা গেছে, শেরপুর (কানাশাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ- (রহমতপুর) সড়কটি নির্মিত হলে শেরপুরের সাথে ময়মনসিংহসহ রাজধানীর সাথে দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ কমে যাবে। সেইসাথে নাকুগাও স্থলবন্দর, কুড়িগ্রাম ও উত্তরবঙ্গের
সাথে যোগাযোগের রাস্তাও ২৫ কিঃমিঃ করে কমে যাবে।তাছাড়া নকলা তথা শেরপুরবাসী ময়মনসিংহ বিভাগীয় শহরকে বাইপাস করে যানজট সম্পূর্ণ এড়িয়ে স্বল্পতম সময়ে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরে যাতায়াত করতে পারবে।
শেরপুরবাসী ময়মনসিংহ বিভাগীয় শহরকে বাইপাস করে যানজট সম্পূর্ণ এড়িয়ে স্বল্পতম সময়ে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরে যাতায়াত করতে পারবে এবং দেশের ১০০টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের মধ্যে শেরপুর ১টি; যা এ
সড়কের মাধ্যমে সারা দেশের সাথে সংযুক্ত হবে।

শেরপুর ও ময়মনসিংহ এর সাথে সড়ক কাঠামো উন্নয়নের মাধ্যমেসমগ্র দেশে সার, পাট, কৃষিজাত উৎপাদিত পণ্য পরিবহন সহজতর করা। উন্নত সওজ সড়ক নেটওয়ার্কের মাধ্যমে অত্র অঞ্চলের সাথে সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। নিরবিচ্ছিন্ন, যানজটমুক্ত নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করা। টেকসই ও ব্যয়সাশ্রয়ী (পরিবহন ব্যয় ও সময়) সড়ক অবকাঠামো নির্মাণ এবং সমন্বিত সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে এবং প্রকল্প সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

শেরপুর (কানাশাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর- পরানগঞ্জ- ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন (জেড-৪৬১৮) এর প্রকল্পের সড়ক শেরপুর (কানাশাখোলা)-ভীমগঞ্জ- নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ
(রহমতপুর) সড়কটিতে মোট ১২টি সড়কাংশ রয়েছে, যার মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মালিকানাধীন সড়ক সংখ্যা ৮টিও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ২ কিঃমিঃ কাঁচা বেড়ীবাঁধ সড়ক এবং বাকী অংশ নতুন এ্যালাইনমেন্ট।

এই সড়কটি শেরপুর জেলার কানাসাখোলা নামক স্থানে শেরপুর-নকলা-ফুলপুর সড়কের ৬২তম কিঃমিঃ থেকে ভীমগঞ্জ বাজার, চন্দ্রকোনা বাজার, নারায়নখোলা বাজার, চরবসন্তী প্রাথমিক বিদ্যালয়, সিংগীমারী, রামভদ্রপুর বাজারের বামের সড়ক
নিয়ে কাচারী মোড়ের বামের পাকা সড়ক দিয়ে পরাণগঞ্জ থেকে চরহাসাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁচা সড়ক হয়ে পানি উন্নয়ন বোর্ড এর বেড়ীবাঁধে উঠে বামের সড়ক নিয়ে ২ কিঃমিঃ অতিক্রম করে ডানের কাঁচা সড়কে ধরে ব্রহ্মপুত্র নদ পার হয়ে সোজা মধুপুর- ময়মনসিংহ (এন-৪০১) জাতীয় মহাসড়কের ৪১তম কিঃমিঃ এ এবং ময়নসিংহ শহর বাইপাস সড়কের (এন-৩০৯) সংযোগস্থলে রহমতপুর নামক স্থানে মিলিত হয়েছে। সড়কটির দৈর্ঘ্য ৪৪.৯০৬ কি:মি: এবং বিদ্যমান
প্রস্থ গড়ে ৩.০মিটার থেকে ৩.৭মিটার। এ পরিপ্রেক্ষিতে সড়কটি উভয় পাশে ১.৫ মিটার করে হার্ডশোল্ডারসহ মোট ১০.৩০ মিটার প্রস্থে উন্নীতকরণের লক্ষ্যে প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে। উল্লেখিত সড়কে চলাচলকারী যানবাহনের মুল অংশটি ১০.০০ কিঃমিঃ দীর্ঘময়মনসিংহ শহর বাইপাস সড়ক (এন-৩০৯) হয়ে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরে যাতায়াত করে থাকবে। প্রকল্পে ২৪৩.০০ মিটার নতুন কালভার্ট নির্মাণ করা হবে। ১৯.৮৩ কিঃমিঃ নতুন পেভমেন্ট নির্মাণ কাজ, ১৭.৩০১ কিঃমিঃ পুনঃনির্মাণ কাজ ও ৪.১০ কিঃমিঃ রিজিড পেভমেন্ট নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের উন্নয়নের প্রতি অত্যন্ত আন্তরিক হয়ে শেরপুর(কানাশাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পটির অনুমোদন দিয়ে আবারো মহানুভবতার পরিচয় দেয়ার জন্য বিভিন্ন জনপ্রতিনিধি, ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদসহ এ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতৃ মন্ত্রণালয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতার জানিয়ে বিবৃতি দিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৩ | বুধবার, ১১ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com