শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেরপুরে ৩৮ হাজার ২শ’ ১২ জন নারী বিধবা ভাতার আওতায়

শাহরিয়ার মিল্টন   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

শেরপুরে ৩৮ হাজার ২শ’ ১২ জন নারী বিধবা ভাতার আওতায়

শেরপুর : শেরপুর জেলার ৩৮ হাজার ২শ’ ১২ জন নারী বিধবা ভাতার আওতায় এসেছেন। জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম জানান, ২০২২-২৩ অর্থবছরে জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৩৮ হাজার ২শ’ ১২ জন বিধবাকে সামাজিক নিরাপত্তা ভাতার আওতায় আনা হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ১২ হাজার ৩শ’ ৩১ জন, নকলায় ৫ হাজার ৮শ’ ৮৩ জন, নালিতাবাড়ীতে ৮ হাজার ৮জন, ঝিনাইগাতীতে ৪ হাজার ৬শ’ ৭৪ জন, শ্রীবরদীতে ৬ হাজার ৯শ’ ৭৭ জন ও ৪টি পৌরসভায় ইউসিডি ৩ শ’ ৩৯ জনকে সামাজিক নিরাপত্তা ভাতা নিশ্চিত করা হয়েছে। ভাতাভোগীরা মোবাইল ও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে তিনমাস পরপর তাদের নিজ একাউন্টে সামাজিক নিরাপত্তার ভাতা পাবেন।

শেরপুর সদর উপজেলার নয়াবিল ইউনিয়নের বিধবাভাতার সুবিধাভোগী আয়েশা খাতুন জানান, তিনি প্রতি তিনমাস পরপর ভাতা পেয়ে আসছেন। এতে তার আর্থিক সমস্যা কিছুটা হলেও দূর হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, জেলায় স্বচ্ছভাবে ভাতা প্রদানের লক্ষ্যে বিধবাদের যাচাই বাছাই করার জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কোন বিধবা মারা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২২:০৭ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com