শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানবাধিকার চেয়ে লাভ নেই, আদায় কওে নিতে হবে

  |   সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

 
IMG_4747 (1)

স্পেন প্রতিনিধি :  স্পেন যুবদলের সম্মেলনে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা চেয়ে লাভ নেই, কারন মুক্তিযুদ্ধে চেতনার নামধারী আওয়ামী কখনও গনতন্ত্র বিশ্বাস করে না। যে কারনে ৭২ যুদ্ধবিধ্বস্ত দেশে গণতন্ত্র হরণ করে বাকশালী কায়েম করেছিল। ৭২ সালের সেই বাকশালী নবরূপে ফিরে এসেছে। তাই সকল মতানৈক্য ভুলে একযোগে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে অবৈধ এ সরকারের পতন আন্দোলন জোরদারই হোক আজকের শপথ।

স্পেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল সহ-সভাপতি আব্দুল আওয়াল খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্পেন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম মজুমদার।

মার্দিদস্থ হোটেল ফাল্গুনীতে বিপুল সংখ্যক প্রবাসীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্পেন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি, যুগ্ম সম্পাদক শরীফ মনিরুজ্জামান, সেলিম মিয়া, মোরশেদ আলম তাহের, স্পেন যুবদলের সাধারন সম্পাদক আক্তার হোসেন আকবর শেঠ, স্বিচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন লুৎফুর, জিয়া পরিষদ সদস্য সচিব ইসলাম উদ্দিন পংকি, ফ্রান্স বিএনপি’র নেতা শাওন আহমেদ, যুবদল নেতা মোঃ ফখরুল হাসান, স্পেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর মোঃ রাসেল, সদস্য সচিব হুমায়ুন কবীর রিগ্যান, যুবদল নেতা মাহবুবুল আলম ও কাজী আলমগীর প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খোরশেদ আলম মজুমদার যুবদল নবগঠিত কমিটির সভাপতি হিসেবে রমিজ উদ্দিন, সাধারন সম্পাদক পদে আব্দুল আওয়াল খান ও সাংগঠনিক সম্পদক পদে মোঃ ফখরুল হাসান এর নাম ঘোষনা করেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষনা করা হবে।।

 জরুরী প্রয়োজনেঃ (+৩৪৬৩২২৪৩৮৩৩) বকুল খান।

ই-মেইলঃ   bakulkhan15@gmail.com

Facebook Comments Box
advertisement

Posted ০৮:০৬ | সোমবার, ১৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com