শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুভ জন্মদিন সাকিব আল হাসান

  |   শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ | প্রিন্ট

শুভ জন্মদিন সাকিব আল হাসান

আজ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল-হাসানের জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম সাকিবের। বাবার স্বপ্ন ছিল ছেলে ফুটবলার হবে। কিন্তু ফুটবলের চেয়ে ক্রিকেটে আগ্রহ বেশী ছিল সাকিবের।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ক্রিকেটের আনুষ্ঠানিক শিক্ষা নিয়েছেন সাকিব। বাঁ-হাতি এই খেলোয়াড় একই সঙ্গে ব্যাটসম্যান ও স্পিনার। দুই ক্ষেত্রেই বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্য সাকিবের রয়েছে।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। একই বছর টোয়েন্টি২০ অভিষেক হয় দেশের মাটিতে। আর পরের বছর ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক। ৩ ফরম্যাটের ক্রিকেটেই ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিক সাফল্য পাচ্ছেন তিনি।

এখনও পর্যন্ত ৪৯ টেস্ট খেলে ৪০.৯২ গড়ে ৩৪৭৯ রান করেন সাকিব। সেঞ্চুরি ৫টি এবং হাফ সেঞ্চুরি ২১টি। সর্বোচ্চ ২১৭ রান। উইকেট নিয়েছেন ১৭৬টি। চার উইকেট ৮ বার এবং ৫ উইকেট নিয়েছেন ১৫ বার।

১৬৬টি ওয়ানডে ম্যাচে ৩৪.৭০ গড়ে রান করেছেন ৪৬৫০। সেঞ্চুরি ৬টি এবং হাফ সেঞ্চুরি ৩২টি। সর্বোচ্চ ১৩৪* রান। উইকেট নিয়েছেন ২২০টি। সর্বোচ্চ ৪৭ রানে ৫ উইকেট। ৪ উইকেট ৭ বার এবং ৫ উইকেট ১ বার।

৫৭টি টি-টোয়েন্টি খেলে ২৩.৬৫ গড়ে রান করেছেন ১১৫৯। সর্বোচ্চ ৮৪। হাফ সেঞ্চুরি ৬টি। উইকেট নিয়েছেন ৬৭টি। সেরা ১৫ রানে ৪ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ৩বার।

এই সেলিব্রেটির জন্মদিনে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করেছে। সাকিবকে বাংলাদেশ ক্রিকেটের ‘প্রতিক’ সম্ভাষণ করে শুভেচ্ছা জানিয়েছেন তার জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান।

২০১২ সালে সাকিব উম্মে শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৩৪ | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com