শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার ১০ বিভাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

শনিবার ১০ বিভাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আগামীকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা দেশের বিভাগীয় শহরগুলোতে অবস্থান করবেন। এদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেএসডির সভাপতি আ স ম রব।

এছাড়া সকাল ১১টায় ঢাকার বিজয়নগর পানির ট্যাংক পাম্প সংলগ্ন সড়কে সমাবেশ করবে ১২ দলীয় জোট। এতে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ জোট নেতারা বক্তব্য রাখবেন।

পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স প্রীতম ভবনের উল্টো দিকে সকাল ১১টায় জাতীয়তাবাদী সমমনা জোটের এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ জোট নেতারা উপস্থিত থাকবেন।

গণফোরাম ও পিপলস পার্টি গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুসহ জাতীয় নেতারা গণফোরাম দলীয় অফিসের প্রধান সড়কের সামনে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বিকেল ৪টায় সমাবেশ করবেন।

একই দাবিতে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ হবে। এতে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ ছাড়া আগামীকাল শনিবার বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ নেতারা কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবেন।

এ ছাড়া কুমিল্লা টাউন হল ময়দানে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী সোনা মসজিদ মোড়ে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বরিশাল জেলা স্কুল মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিলেট রেজিস্ট্রার মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ফরিদপুর কমলপুর হাইস্কুল মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং আওয়ামী সন্ত্রাস, সরকারের দমনপীড়ন বন্ধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার বিএনপির উদ্যোগে দেশব্যাপী বিভাগীয় সদরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১৭ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com