শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালানগর হাই স্কুলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

  |   বুধবার, ১৫ জুন ২০২২ | প্রিন্ট

লালানগর হাই স্কুলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
এম. মতিন, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের হোসনাবাদ লালানগর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের হল রুমে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপাঠ এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল করিম বিপ্লব সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বাবু প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙ্গুনীয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম উত্তর জেলা আ. লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা আকতার হোসেন খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিবাবক সদস্য রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, হোসনাবাদ লালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বাদল কুমার বড়ুয়া,পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সেকান্দর হোসেন তালুকদার, মোহাম্মদ আলমগীর, হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তালেব, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যীশু কুমার বিশ্বাস, নুরুল করিম, মোহাম্মদ আলমগীর, কৃঞ্চা চত্রুবর্তী, পারভীন আকতার, জান্নাতুল বাকিয়া, জাফর আহমদ, জাহিদ হাসান ও মাওলানা সাজ্জাতুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বাবু স্বজন কুমার তালুকদার বলেন, আমাদের সবাইকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সেজন্য তোমাদের ভাল ভাবে পড়াশুনায় মনযোগী হতে হবে। মনে রাখবা শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি পরিক্ষা এসএসসি। তোমরা যারা এবার এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের উপর বিদ্যালয়ের অনেক আশা আছে। ক্রমাগত এ প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের মাধ্যমে সুনাম অর্জন করছে। এবারও তোমরা বিদ্যালয়ের মুখ উজ্বল করবে।
তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এ প্রতিষ্ঠানে এবার নতুন ভর্তি হয়েছ, তোমাদেরকে নিরন্তর পঠন ও সাধনার মাধ্যমে মননশীল হতে হবে। গুণগতভাবে ভালো মানুষ হতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার মান বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে। তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে দক্ষ জনশক্তীতে পরিণত হওয়ার সাথে সাথে তোমাদের ভালো মানুষ হতে হবে। আজকের তোমরা হবে উপজেলার অন্যান্য স্কুলের জন্য প্রতিকৃত। তোমাদের দেখে অন্যান্যরা শিখবে।
Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৫ | বুধবার, ১৫ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com