বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়ট গিয়ার ছাড়া ডিউটিতে যাওয়া যাবে না : ডিএমপি কমিশনার

  |   বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

রায়ট গিয়ার ছাড়া ডিউটিতে যাওয়া যাবে না : ডিএমপি কমিশনার

নিজ নিরাপত্তার স্বার্থে রায়ট গিয়ার (হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, লেগগার্ড) ছাড়া কোনো অবস্থায় ডিউটিতে যাওয়া যাবে না। সেইসঙ্গে ডিউটি চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার না করারও নির্দেশ দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়ার সময় এমন নির্দেশনা দেন তিনি। এ সময় ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ১১তম সভায় ৬১ জন আহত পুলিশ সদস্যকে ২০ লাখ ৭০হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ‍নিহত দুইজনকে ৫লাখ টাকা করে অনুদান দেয়া হয়।

এছাড়া গুরুতর আহত ২জনকে ১লাখ টাকা করে থোক অনুদান দেয়া হয়েেেছ। মোট ৬৫জন পুলিশ সদস্যকে ৩২ লাখ ৭০হাজার টাকা অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার।

কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা ডিএমপি কল্যাণকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছি। আগের তুলনায় আর্থিক অনুদানের পরিমান অনেক বৃদ্ধি পেয়েছে। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ভার আমাদের। কর্তব্যকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসা আমরা করিয়ে থাকি। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।

ডিএমপির সদস্যের মেধাবী সন্তানদের শিক্ষাকে এগিয়ে নিতে আমরা প্রতিবছর শিক্ষাবৃত্তি দিচ্ছি। আমাদের অনেক সাফল্য রয়েছে। এই সাফল্য কারো একা নয়, বরং সকলের প্রচেষ্টায় টিম ডিএমপি ভালো অবস্থানে রয়েছে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কমিশনার বলেন, দেশের মানুষকে ভালবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। মনে রাখবে তোমার জন্য যাতে কেউ হয়রানি না হয়।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৪৮ | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com