শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজাখালীতে সড়ক সংস্কার কাজে নানা অনিয়ম, বাঁধা দিলেন ইউপি চেয়ারম্যান 

  |   শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট

রাজাখালীতে সড়ক সংস্কার কাজে নানা অনিয়ম, বাঁধা দিলেন ইউপি চেয়ারম্যান 

এস এম জুবাইদ, পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে লবণাক্ত পানি দিয়ে সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার।  খবর পেয়ে গতকাল তিনি ওই সংস্কার কাজে গিয়ে অনিয়ম ও লবণাক্ত পানি ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল।

স্থানীয় ইকবাল বলেন, ‘পেকুয়া বাজার থেকে রাজাখালী আরব শাহ বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে সংশ্লিষ্ট ঠিকাদার আজম কনস্ট্রাকশন দায়সারাভাবে কাজ করছিল। সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও লবণাক্ত পানি ব্যবহারের বিষয়ে একাধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানার পরও কোন সুরাহা পাইনি। পরে ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি সরেজমিনে যান সেখানে। তিনি অনিয়ম দেখে সংস্কারকাজ বন্ধ করে দেন।’

এ ব্যাপারে রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে আমি সরেজমিনে গিয়ে সংস্কারকাজে নানা অনিয়ম দেখতে পাই। তাৎক্ষণিক আমি লবণাক্ত পানি দিয়ে সংস্কারকাজ বন্ধ করে দিই। বিষয়টি এলজিইডির পেকুয়া উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। কারণ লবণাক্ত পানি দিয়ে সংস্কারকাজ করা হলে তা টেকসই হবে না।’

জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আজম কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক মেহেদী হাসান বলেন, ‘মিঠাপানি না পাওয়াতে আমরা লবণাক্ত পানি ব্যবহার করেছি। ইউপি চেয়ারম্যান আমাদের মিঠাপানির ব্যবস্থা করে দেবেন বলেছেন। এখন থেকে সেই পানি দিয়ে সংস্কারকাজ করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ায় প্রকৌশল লুৎফর রহমান বলেন, সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৬ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com