শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রক্তের হোলিখেলা, শ্মশানে পরিণত হয়েছে দেশ – ফখরুল

  |   মঙ্গলবার, ১৩ মে ২০১৪ | প্রিন্ট

রক্তের হোলিখেলা, শ্মশানে পরিণত হয়েছে দেশ – ফখরুল

fokrul islam alamgir

১৩ মে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চারিদিকে রক্তের হোলিখেলা চলছে। খুনখারাবির অপশাসনে গোটা দেশ যেন শ্মশানে পরিণত হয়েছে। কিন্তু ক্ষমতাবিলাসে বিভোর হয়ে ক্ষমতাসীনরা মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের মৌলনীতিগুলোকে মাটিচাপা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করার প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন। মির্জা আলমগীর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় সরকার সমর্থকদের দায়ী করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের কুশাসন ও বিষাক্ত ছোবলের দংশনে সারাজাতি এখন ক্ষতবিক্ষত। একদলীয় শাসন দীর্ঘায়িত করার লক্ষ নিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে পুলিশ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে পৈশাচিকভাবে হত্যা ও গুরুতর আহত করছে।’ তিনি বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা বিষয়ে এতটাই বিমূঢ় হয়ে পড়েছে যে, তারা বেঁচে থাকার নিশ্চিয়তা খুঁজে পাচ্ছে না।

মির্জা আলমগীর বলেন, হাজারবার ধুলেও কয়লাকে যেমন কালিমুক্ত করা যায় না, একইভাবে আওয়ামী লীগও কখনোই গণবিরোধী চরিত্রের পরিবর্তন করতে পারবে না। সর্বক্ষেত্রে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে এখন হিংস্রতা দিয়ে জনগণকে কাবু করতে চাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অবৈধ আওয়ামী সরকারের হিংস্র থাবায় বিপন্ন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এখনই উদ্ধার করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

মির্জা আলমগীর ইসমাইল হোসেনের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৪ | মঙ্গলবার, ১৩ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com