বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের মুখ দেখতে সহযোগিতা চায়  রহুল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

মায়ের মুখ দেখতে সহযোগিতা চায়  রহুল

শেরপুর : পৃথিবীটা কতইনা সুন্দর! এই সুন্দর পৃথিবীটা দেখতে কারইবা ইচ্ছা না জাগে? আমারও এই পৃথিবীটা দেখার ও গর্ভধারিণী মায়ের মুখটা নয়ন ভরে দেখার খুব ইচ্ছা। আমাকে ছোট শিশুদের ও বৃদ্ধ মায়ের দিক বিবেচনা করে আপনারা আমাকে সুস্থ্য করে তুলোন। আমি পৃথিবীটাকে দেখতে চাই, দেখতে চাই বৃদ্ধ মায়ের মায়াময় মুখটি। শ্রম খেটে হলেও শিশু সন্তাদের মুখে দিনে অন্তত দু’মুঠো খাবার তুলে দিতে চাই।

বলছিলাম শেরপুরের নকলা উপজেলার চোখের ল্যান্স নষ্ট হয়ে যাওয়া মোহাম্মদ রহুল আমীনের কথা। রহুল আমিন উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভুরদী খন্দকার পাড়া (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা। তার পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানসহ ৫ জন সদস্য। রহুল আমিন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক।

হঠাৎ করে দরিদ্র রহুল আমীনের চোখের রেটিনা ফেটে যাওয়ায় চোখে দুটি অপারেশ করাতে হয়। সহায় সম্বল বিক্রি করে প্রথম অপারশেনটি সফল ভাবে সম্পন্ন হলেও, অর্থের অভাবে দ্বিতীয় বারের অপারেশনটি অনিশ্চিত হয়ে পড়েছে। অন্ধকারেই থেকে যাচ্ছে তার স্বপ্ন। হয়তোবা দেখা হবে না এই সুন্দর পৃথিবীটাকে, দেখা হবে না গর্ভধারিণী মায়ের মুখ। তার চোখ ভালো না হলে বা সে সুস্থ নাহলে তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের অনাহারে বা অর্ধাহারে বা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে দিনাতি পাত করতে হতে পারে; এমনটাই মনে করছেন সাময়ীক ভাবে দৃষ্টিহীন হয়ে যাওয়া দরিদ্র রহুল আমিন।

রহুল আমিন বলেন, আমার জন্য ইহকালীন জান্নাত হলো আমার বৃদ্ধ মা। মায়ের মুখটা একটি বার হলেও নয়ন ভরে দেখতে চাই। দেশের ধনাঢ্যসহ সবাই সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করলে আল্লাহর রহমতে আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পারব। দেখতে পারব গর্ভধারিণী মায়ের মুখটাও। তাছাড়া বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারব।

রহুল আমিনের বৃদ্ধ মা বলেন, ছেলেকে সুস্থ করার জন্য অনেক টাকা প্রয়োজন। যা আমার মতো দরিদ্র ও অক্ষম মায়ের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। সবাই সামর্থ অনুযায়ী সহায়তা করলে রহুল আমিন পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পেতে পারে বলে এলাকাবাসী মনে করেছন। এলাকাবাসীরা বলেন, রহুল আমিন দৃষ্টি শক্তি ফিরে না পেলে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানসহ তার পরিবারের ৫ সদস্যকে পথে বসতে হতে পারে।

তাই রহুল আমিন তার দৃষ্টি ফিরে পাওয়ার যোগ্য চোখের দ্বিতীয় অপারশেনের জন্য সকলের কাছে সাহায্য ও দোয়ার আবেদন জানিয়েছেন। হতদরিদ্র রহুল আমিনকে সুস্থ্য করে তুলতে সাহায্য পাঠাতে রহুল আমিনের পরিবারের ০১৭৭২-৬৭ ৫৪ ৩০ এই পার্সোনাল বিকাশ নম্বর ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

তাছাড়া রোগ ও রোগীর বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি রোগীর (রহুল আমিন) মোবাইল নম্বর ০১৯১৩-১৫ ৯৩ ৮৮ ও তার পরিবারের বিকাশ খোলা ০১৭৭২-৬৭ ৫৪ ৩০ নম্বরে যোগাযোগ করতে বিনীত অনুরোধ জানিয়েছেন রহুল আমিন।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:১৪ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com