শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ বিএনপির

  |   মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট

মাতৃভাষা দিবসে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ বিএনপির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের লোকজন বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সম্মেলনে রিজভী বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ড, দক্ষিণ খান থানা, ৪৭ ও ৪৯ নম্বর ওয়ার্ড শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড ও ৯৩ নম্বর আঞ্চলিক ওয়ার্ড, রূপনগর থানার ৯২ নম্বর ওয়ার্ডের প্রভাতফেরিতে অংশগ্রহণকারী নেতা কর্মীদের ওপর ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করে। এ সময় অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। এ ছাড়া লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় আওয়ামী লীগের লোকেরা হামলা চালায়। এতে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন।’

হামলায় দলের অনেক নেতা-কর্মী আহত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।এ ছাড়া রোববার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নানুর উপস্থিতিতে ঝালকাঠি জেলার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন চলাকালীন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকেরা যৌথভাবে হামলা চালায় বলেও অভিযোগ করেন রিজভী।

এসব হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘অবৈধ ক্ষমতার অহমিকায় এরা এখন এতটাই বেপরোয়া যে, বিরোধী স্বর শুনলেই নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। এরা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলেই সন্ত্রাস, হামলা, আক্রমণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জয়বাংলা-ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে। ভাষা শহীদ দিবসেও তাঁদের নারকীয় তাণ্ডব অব্যাহত আছে। গণতন্ত্রের পক্ষে সোচ্চার রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির ওপর প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে।’

পতনের লক্ষণ প্রকট হয়ে ওঠার কারণেই সরকার দলের লোকজন এমন হামলা করছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিপন্ন করে এরা এক আজ্ঞাবাহী সংস্কৃতির জন্ম দিতে যাচ্ছে। তারই আলামত চারদিকে ফুটে উঠেছে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই নাৎসি সরকারের উৎখাতই এখন আমাদের প্রধান কর্তব্য। জনগণের শক্তিতে বলীয়ান হয়ে অবিলম্বে এই সরকারের পতন না ঘটাতে পারলে মানুষের জান-মালের নিরাপত্তা ভয়াবহভাবে বিপন্ন হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৩৭ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com