শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটে অনিয়ম-সংঘাত : দায় ইসিরই, আল্লাহকে দেয়ার সুযোগ নেই : সুজন সম্পাদক ড. বদিউল

  |   রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

vote-e-oniom-shonghat

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সারাদেশে কেন্দ্র দখল, জালভোট ও নানা অনিয়মকে দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজমুদার।

আর এ অবস্থা চলতে থাকলে ব্যালটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথ একেবারে রুদ্ধ হয়ে যাবেও বলে মন্তব্য করেন তিনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’কে সুজন সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের শান্তি নির্ভর করে। নির্বাচনে কারচুপি, ব্যালট বক্স ছিনতাই দেশে সহিংস ঘটনার জন্ম দেয়।’ সুজন সম্পাদক বলেন, ‘উপজেলা নির্বাচনে অনিয়ম ও জালভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্টকে বের করে দেয়া, নির্বাচনী কর্মকর্তাদের মারধর করা সবই গণমাধ্যমে দেখা গেছে। কিন্তু এরপরও নির্বাচন কমিশনের সন্তুষ্টি প্রশ্নবিদ্ধ।’

তিনি বলেন, ‘নির্বাচনে সহিংসতায় তিনজন মারা গেছে। আর এর দায়ভার আল্লাহর ওপর ছেড়ে দিলেই হবে না। এর দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে।’ বদিউল আলম জানান, নির্বাচনের একটি কেন্দ্রে ঝামেলা হলেও এতে নির্বাচন কমিশনের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। নির্বাচনে
রাজনৈতিক দলগুলো সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সামনের দিনে আরও বিপদ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৪ | রবিবার, ১৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com