মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবীতে মানববন্ধন

  |   বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট

ভূরুঙ্গামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবীতে মানববন্ধন
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় করণের দাবীতে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট । বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রাথমিক বিদ‍্যালয়ের ন‍্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণ সহ আট দফা দাবিতে শতাধিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আট দফা দাবির মধ্যে রয়েছে-স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলো জাতীয় করণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।
এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে ৩৬ হাজার ৮৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও একই দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইবতেদায়ী মাদরাস গুলোকে জাতীয় করণ করা হয়নি। ৩৩ বছর যাবত বিনা বেতনে চাকুরী করে শিক্ষকরা মানববেতর জীবন যাপন করছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ‍্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সদস‍্য সচিব মাওলানা রফিকুল ইসলাম, আহ্বায়ক হাসমত আলীসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৬ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com