বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে নির্বাচনী সহিংসতায় ১২জন আহত

  |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ | প্রিন্ট

ভারতে নির্বাচনী সহিংসতায় ১২জন আহত

ভারতের ত্রিপুরা রাজ্যে ভোট চলাকালে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ওই রাজ্যের রাজধানী আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ত্রিপুরার সিপাহীজালা জেলার চারিলাম নামক স্থানে ক্ষমতাসীন ও বেরাধী দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যে স্থানে সংঘর্ষের ঘটনাটি ঘটে সেটি পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের অন্তর্ভূক্ত।

এছাড়া পশ্চিমবঙ্গ কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুফানগঞ্জ শহরের ধলপল এলাকায় দু’দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিজেপি কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

উল্লেখ্য, আজ ভারতের ১৮টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯১টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার নির্বাচনে ত্রিপুরার ২টি সংসদীয় আসনের মধ্যে ১টিতে ভোট হচ্ছে। দুটি আসনই এখন সিপিএমের দখলে।

প্রসঙ্গত, ভারতে ১৭তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। দেশটির নির্বাচন কমিশন লোকসভার ৫৪৩টি আসনের ভোট গ্রহণ করবে মোট ৭ দফায়। আজ প্রথম দফায় ১৮টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোট হচ্ছে। ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারের দুই আসনে।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:১৯ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com