শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয়ের মাসে দুটি বিজয় দিবস পালন করবো : দুদু

  |   শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

বিজয়ের মাসে দুটি বিজয় দিবস পালন করবো : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা বিজয়ের মাসে দুটি বিজয় দিবস পালন করবো। একটি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, অন্যটি ৩০ ডিসেম্বরের ভোটের বিজয়। তিনি বলেন, ৩০ তারিখ আমাদের ফাইনাল খেলা। বাংলাদেশকে রক্ষা করতে, গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের জয়ের কোনও বিকল্প নেই। এই দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছিল, সম্ভ্রম হারিয়েছিল, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে ৩০ তারিখে বিএনপিকে বিজয়ী করতে হবে।

শনিবার মহান বিজয় উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুদু বলেন, আপনি প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আছে। কী নেই আপনার। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, তারপরও আমাদের ওপর আক্রমণ করছেন। ভয় আমরা না, আপনারা পেয়েছেন। এজন্যই ভোটের আগে যাকে সামনে পাচ্ছেন তার ওপরেই আক্রমণ চালাচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে, যা সত্য, স্বাভাবিক ও সূর্যের মতো জ্বলজ্বলে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের বিজয় লাভের মধ্য দিয়ে আগামী ৪ জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

তিনি আরো বলেন, ৩০ তারিখ পর্যন্ত লড়াই আমরা অব্যাহত রাখবো। লড়াইয়ের ফলাফল আগেই বলে দিই। বিএনপি জয়লাভ করবে। জনতা রাস্তায় নেমে আসবে। তার লক্ষণগুলো কী জানেন? আমাদের কাছে অস্ত্র নাই, বোমা নাই, আমাদেরকে গত ১০ বছরে যেভাবে দমন-পীড়ন করেছে, এখানে সর্বাধিক মামলার আসামি আছে।

সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, দলটির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন, মো. জসিম ও মাওলানা নেছারুল হক প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৪৯ | শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com