শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্মিংহাম বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের ফুটবল টিমের আলোচনা সভা অনুষ্ঠিত 

  |   মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | প্রিন্ট

বার্মিংহাম বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের ফুটবল টিমের আলোচনা সভা অনুষ্ঠিত 

জাহিদুল আলম, বার্মিংহামে : প্রতিবছরের ন্যায় লন্ডন বাংলা প্রেসক্লাব তাদের  সদস্যদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। লন্ডনের বাইরে একমাত্র বার্মিংহাম থেকে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডস(বিপিসি মিডল্যান্ডস) অংশগ্রহণ করবে টুর্নামেন্টে।

গতবছর বৈশ্বিক মহামারীর কারনে না হওয়ায় এবার চাহিদা ও আগ্রহ বেশি থাকায় টুর্নামেন্টে অংশগ্রহন করছে প্রায় ১০টি দল। উল্লেখ্য গতবছর বিপিসি সেমিফাইনালিষ্ট হওয়ার যোগ্যতা অর্জন করেছিল।

বার্মিংহামে সৃজনশীল নির্ভীক ও একদল উদ্দ্যোমি সংবাদকর্মীদের নিয়ে গঠিত বাংলা ভাষাভাষীদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের পক্ষ থেকে ৬ সদস্যের একটা টিম খেলবে আগামী ২৪শে অক্টোবর লন্ডনের মাইল এন্ডের ফুটবল গ্রাউন্ডে।

গত  ১১ই অক্টোবর ওল্ডবারির স্থানীয়  আইস হাউস ডিজার্ট ক্যাফেেতে  টিমের জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সিনিয়র সাংবাদিক সাইফুর রাজা চৌধুরী পথিক ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি আশরাফুল ওয়াহিদ দুলাল।

উল্লেখ্য,  টিমের ক্যাপ্টেন সাহিদুর রহমান সুহেল ও ম্যানাজার সৈয়দ নাসির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে খেলবে বিপিসি মিডল্যান্ডস ঠিম। সভায় বাংলাদেশের ৫০তম সুবর্ন জয়ন্তী পালনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন সাহিদুর রহমান সুহেল, ফারসু আহমেদ চৌধুরী, আতিকুর রহমান, এডভোকেট উবায়দুল কবীর খোকন, জাহিদুল আলম মিন্টু ও জিয়া তালুকদার। সভায় বক্তারা বার্মিংহাম বাসীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৩১ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com