বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

  |   শুক্রবার, ১৭ জুন ২০২২ | প্রিন্ট

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের সকল স্তরের নেতাকর্মী ছাড়াও বিত্তবানদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

বিবৃতিতে বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামে বন্যাসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গ্রামের পর গ্রাম, বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হওয়াসহ ফসলি জমি ডুবে গেছে।

এ জন্য বিএনপি ছাড়াও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীসহ সচ্ছল ও বিত্তবান মানুষকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বিএনপি মহাসচিব। সেই সঙ্গে বন্যা কবলিত অঞ্চলে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বন্যা ও নদী ভাঙনে উপদ্রুত মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে ফখরুল বলেন, বন্যা কবলিত মানুষের সাহায্যে সরকারের তৎপরতা পর্যাপ্ত নয়। জনগণের প্রতি এই গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলে তারা অসহায় মানুষের সাহায্যে কার্যকর ভূমিকা পালন করছে না।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩৯ | শুক্রবার, ১৭ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com