শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ প্রকাশ পাচ্ছে আজ

  |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট

বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ প্রকাশ পাচ্ছে আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে আজ। অমর একুশে বইমেলা উদ্বোধনের পরই বঙ্গবন্ধুর লেখা তৃতীয় এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও বইটির সংস্করণ থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মুজিববর্ষ সামনে রেখে এবারের অমর একুশে বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর এ বইমেলাতেই বাংলা একাডেমি প্রকাশ করছে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন’।

এর আগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে আরও দুইটি বই প্রকাশিত হয়েছে।

জালাল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে কেন্দ্র করে আমাদের সব আয়োজন। এবারের অমর একুশে বইমেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকে। মার্চে মুজিববর্ষ শুরু হতে যাচ্ছে। বছরজুড়ে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে একটি হলো বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন, যেটি কিনা প্রথমদিন থেকেই মেলায় পাওয়া যাবে। এই বইসহ ৩০টি বই প্রকাশ করা হবে মেলাতেই। বাকি বইগুলো আগামী দুই বছরে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি জানান, ‘আমার দেখা নয়া চীন’ বইটির গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্টের’ নামে। বইয়ের ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বইটি সম্পাদনা করেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ ও ১৯৫৭ সালে দুই বার চীন সফর করেছিলেন। প্রথম সফরের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা তিনি একটি ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেই সফরের অভিজ্ঞতার পাশাপাশি ওই সময়কার চীনের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থা উঠে আসবে তার লেখা বইটিতে। বইয়ে বঙ্গবন্ধুর ওই ডায়েরির কয়েকটি পাতার ছবিও থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫২ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com