বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের ঊর্ধ্বমুখী ব্রয়লারের দাম, সবজিও চড়া

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ফের ঊর্ধ্বমুখী ব্রয়লারের দাম, সবজিও চড়া

পবিত্র রমজানে ব্রয়লারের দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি জানিয়েছিল দেশের চার ব্রয়লার মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান। সে সময় বাজারে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হয়েছিল ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে। তবে বেশি নয়, সেই দাম স্থায়ী ছিল অল্প কয়েকদিন। ঈদের ঠিক আগ মুহূর্তে আবারও বেড়েছে মুরগির দাম। এক লাফে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। একই অবস্থা সবজির।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একাধিক বাজার ঘুরে নিত্যপণ্যের দাম চড়া দেখা গেছে।

এদিন বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হতে দেখা গেছে ২৬০ থেকে ২৭০ টাকায়। তবে পাকিস্তানি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়।

 

এবারের ঈদে কেজিতে ৫০ টাকা বেড়েছিল গরুর মাংসের দাম। বাজারে ৮০০ টাকার কমে মিলছে না গরুর মাংস।

 

এদিকে শুধু ব্রয়লার, গরুর মাংস কিংবা সবজি নয়, বেড়েছে ডিমের দামও। ৪০ টাকা হালির ব্রয়লার মুরগির ডিম এখন বাজারে ৪৫ থেকে ৪৮ টাকা।

 

ঈদের আগে আগে এক ধাপ ও সম্প্রতি আরও এক ধাপ বেড়েছে সবজির দাম। ২৫ টাকার আলু এখন বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর ৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

 

বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। ঢেঁড়স ৮০ টাকা, করলা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।

 

এছাড়া পটল ৬০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য। কাঁচা মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা।

দাম বেড়েছে সবজির বাজারে নতুন মুখ কাঁচাআমেরও। কেজি ৫০ থেকে ৬০ টাকা।  সূএ :ঢাকা পোস্ট ডটককম

Facebook Comments Box
advertisement

Posted ০৯:২৭ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com