শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে

  |   বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ | প্রিন্ট

প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে

পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। প্রত্যেক নাগরিককে একেকজন মেয়রের ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের নবনির্মিত ১২তলা ভবনের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

মেয়র খোকন বলেন, ‘আমি একা মেয়র কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে এই শহর পুরোপুরি পরিচ্ছন্ন রাখতে পারবো না। নাগরিকদের একটু সচেতনতা ও সহযোগিতাই পারে পরিচ্ছন্ন শহর গড়তে। একজন মেয়র যেভাবে চেষ্টা করছেন, সেভাবে নাগরিকরা যদি নিজের আঙ্গিনা ও আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন, তাহলেই সুন্দর, পরিচ্ছন্ন শহর গড়ে উঠবে। এজন্য প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে।’

সাঈদ খোকন বলেন, ‘নিরাপদ সড়কের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেপরোয়া ও পুরনো গাড়ি তুলে দিয়ে নতুন বাস নামিয়ে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনবো। এজন্য কমিটি করা হয়েছে, নির্দেশনা অনুযায়ী পরিকল্পনামাফিক কাজ চলছে। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো।’

পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেন ডিএসসিসি’র মেয়র। পাশাপাশি রাস্তায় চলাচলের সময় কানে হেডফোন ব্যবহার না করারও অনুরোধ জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাই। কারণ, দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্ব ও নৌকার কোনো বিকল্প নেই।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এস এম বাহালুল মজনুন চুন্নু, সদস্য খালেক মাহমুদ ভূঁইয়া, অধ্যক্ষ আবু বকর চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৩৫ | বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com