শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পেকুয়ায় চাঁদার দাবীতে বসতবাড়ি ভাংচুর,আহত-৩

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ | প্রিন্ট

পেকুয়ায় চাঁদার দাবীতে বসতবাড়ি ভাংচুর,আহত-৩

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় চাঁদার দাবীতে নিমার্ণাধীন একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের দেওয়াল ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের বাধা দিলে তারা ঘরের মালিক সহ ৩ জন কে পিটিয়ে গুরুত্বর জখম করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বুধবার (৬ এপ্রিল) দুপুর আড়াটার দিকে উপজেলার রাজাখালী ইউপির টেকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার আবুল হোছন (৬৫), তার পুত্র মোঃ মিজান (২৪), পুত্রবধূ আরজু মেহের (২২)।

আরজু মেহের জানান, আমার ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য অনেক কষ্ট করে আমার স্বামীর উপার্জিত টাকা দিয়ে একটি বিল্ডিং ঘর নির্মাণ কাজ শুরু করি। বাড়ি নির্মাণ কাজ করতে গিয়ে দীর্ঘ দিন ধরে একই এলাকার হাছান মাঝির পুত্র মোহাম্মদ নোমান ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদার দাবীকৃত টাকা না পেয়ে ঘটনার দিন দুপুরে তার নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার নিমার্ণাধীন বাড়িতে অনুপ্রবেশ করে কাজ বন্ধ করে দেন। আমরা এতে প্রতিবাদ করলে হাসান মাঝির পুত্র নোমান, মনু মাঝির পুত্র মোঃ শাহীন, তার ভাই শাহাজান, মো কাদেরের পুত্র মোঃ অলি ও ইলিয়াস, আবদু রহিম, সিরাজ, মোঃ মানিকসহ ৩/৪ জন বহিরাগত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে আমাদেরকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে আহত গৃহবধূ আরজু মেহের বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী অভিযোগ পাওয়ার সত্যতা জানিয়ে বলেন ঘটনার সুষ্ট তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:৫৪ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

বিএনপি নেতাদের রক্তাক্ত করতে আওয়ামী লীগ জনপথের পর জনপথে শিমুলদের মতো এমপি বানিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের সন্ত্রাসী বাহিনীরা দেশে নৈরাজ্য ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। বিজ্ঞাপন শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন। আরও পড়ুন ভিসা ফি বাবদ দৈনিক ৮০ কোটি টাকা নেয় ভারত : গয়েশ্বর ‘জিয়া মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের দোসর ছিলেন’ বিজ্ঞাপন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী গত ১৩ মার্চ দুপুর ১২টার দিকে জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে করে সিংড়ার দিকে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে মাইক্রোবাসে থাকা সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। পায়ে তিনটি গুলি করে। খবর পেয়ে বিএনপির দুই কর্মী তাকে উদ্ধার করে প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাৎক্ষণিক রাজশাহীতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থানান্তর করা হয়। বিজ্ঞাপন রিজভী বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর সরকার সন্ত্রাসীদের উপর ভর করে দেশ চালাচ্ছে। কারণ, তাদের সঙ্গে কোনো জনগণ নাই, জনগণের ভোটের প্রয়োজন হয় না। তবে সন্ত্রাস নির্ভর সরকারের পরিণতি ভালো হবে না। নাটোরের এমপি শিমুলের সন্ত্রাসী বাহিনীরা ফরহাদ আলী দেওয়ান শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, তার উপর গুলি চালিয়েছে। তিনি জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। সরকার বিরোধী আন্দোলন ও সংগ্রামে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। আর এ কারণেই ক্ষমতাসীন দলের নেতারা তার উপর ক্ষুব্ধ। কিন্তু হত্যা করে, নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com