শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেকুয়ার মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট

পেকুয়ার মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা,পেকুয়া : কক্সবাজারের পেকুয়ার মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমদকে ওই স্কুলের এডহক কমিটির সভাপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে সাময়িক অব্যাহতি প্রদান পূর্বক হয়রানির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ ফেব্রুয়ারী) আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ জমিদার বাড়ী চত্বরে বিকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে চট্টগ্রাম বিভাগীয় ও কক্সবাজার জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর পেকুয়া উপজেলা সভাপতি ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম এ ছফা চৌধুরী। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের পেকুয়া উপজেলা শাখার সভাপতি ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন, বাশিস চট্টগ্রাম অঞ্চলের প্রধান উপদেষ্টা এ এম এম শাহাজাহান, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি গোলাম রহমান, অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান পরিষদের কক্সবাজার জেলা শাখার সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর, বাশিস চট্টগ্রাম মহানগরী সভাপতি মাহফুজুল ইসলাম, সচিব নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান পরিষদের পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, সাংগঠনিক সম্পাদক এম শামশুদ্দোহা, পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিএমচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, বহদ্দার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোছাইন, মালুমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, উত্তর বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, “বিধি মোতাবেক এডহক কমিটি স্কুলের ‘নিয়োগ’ এবং ‘অব্যাহতি’ কোনটাই দিতে পারেন না। অথচ সম্পূর্ণ অন্যায়ভাবে বিধির কোন তোয়াক্কা না করেই মগনামা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তাহমিনা চৌধুরী লুনা ক্ষমতা ও গায়ের জোরে প্রধান শিক্ষকের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে তাকে ক্যাম্পাসে ঢুকতে বাঁধা দিয়ে হয়রানি করছেন। প্রধান শিক্ষক আখতার আহমদকে “মৌখিকভাবে অব্যাহতি” দিয়ে সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের “লিখিত দায়িত্ব” প্রদান করে স্কুলটিকে অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। এধরণের ঘটনা বাংলাদেশে নজিরবিহীন উল্লেখ করে তারা বলেন, এভাবে বেআইনীভাবে সবকিছু চলতে দেয়া হলে স্কুলের প্রায় আটশত শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।” বক্তারা মগনামা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষককে স্বপদে বহাল করে স্কুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য জোর দাবী জানান।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৪৭ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com