বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুলিশের উপস্থিতিতে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, এসআই ক্লোজ

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | প্রিন্ট

পুলিশের উপস্থিতিতে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, এসআই ক্লোজ

শাহরিয়ার মিল্টন , শেরপুর  : জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ মার্চ জেলার শ্রীবরদী উপজেলার প‌শ্চিম হালুয়াহা‌টি এলাকায়  পুলিশের  উপস্থিতিতে শেখবর আলী (৪৫) না‌মে এক দিনমজুরকে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।  ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।

জানা যায়, শনিবার (৯ এপ্রিল) সিরাজুল নামে এক ফেসবুক আইডি থেকে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জন পুলিশ সদস্য ও প্রায় অর্ধশত মানুষের
উপস্থিতিতে কয়েকজন নারী-পুরুষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়। আঘাতে মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ হত্যাকান্ডের ঘটনায় শেখবর আলীর ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়েরের পর ঘটনার দিন ৩জন এবং পরবর্তিতে প্রধান আসামী জিকোসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিনযাবত প্রতিবেশী জাকির হোসেন জিকোর সাথে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২২ মার্চ প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন শেখবর আলী। পরে ঘটনা তদন্তে পরদিন ২৩ মার্চ বিকেলে ঘটনাস্থলে যান থানা পুলিশের এসআই ওয়ারেসসহ কয়েকজন পুলিশ সদস্য। এসময় জিকোসহ ৪/৫ জন অতর্কিতভাবে ধারালো দা, রাম দা, ছুড়ি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা করলে ঘটনাস্থলেই শেখবর আলী মারা যান। এ ঘটনায় ওই দিন অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করে থানা
পুলিশ।

পরদিন বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার ছায়া তদন্তে নেমে একই দিন শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীন অরণ্য থেকে মামলার প্রধান আসামি
জিকোকে গ্রেফতার করে র‌্যাব-১৪ জামালপুর। এনিয়ে ওই মামলায় পমাট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই অতর্কিতে রাম দা, গরু জবাই করার ছুরি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর উপর উপর্যুপরি আঘাত করে জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ অন্যরা। ঘটনার আকস্মিকতায় পুলিশ হতবিহবল হয়ে পড়ে এবং নির্বাক দাড়িয়ে দাড়িয়ে হত্যাকান্ডের দৃশ্য দেখেন। মাত্র এক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হত্যাকান্ড এবং পুলিশের প্রতি তেড়ে আসার ঘটনা ভিডিওতে লক্ষ্য করা যায়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে হত্যাকান্ডের জড়িতের
কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে জিকো ও সাইফুল। এ ঘটনায় পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া এলাকায় নিারপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৩৪ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com