বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান’

  |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট

‘পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান’

পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান হয়েছে বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এই পচনের জন্য সরকারকে দায়ী করেছে দলটি।

বুধবার গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

জেএসডির দফতর ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “রাষ্ট্রীয় সুবিধাভোগী গোষ্ঠী আইন-সংবিধান সবকিছু উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে অবৈধ সম্পদের বিপুল বিস্তার ঘটিয়েছে। গত কয়েক দিনে পুলিশি অভিযানে ‘রাষ্ট্রের এই ভয়াবহ পচন’ দৃশ্যমান হয়েছে। শুধু রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘস্থায়ী করার জন্য সরকার তার দলীয় স্বার্থে এসব মাফিয়াকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দৈত্য হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনের শাসন উপেক্ষা করে ভোট ডাকাতির আড়ালে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণের কৌশলে বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সুতরাং এ দায় সরকারকে বহন করতে হবে। বিদ্যমান অবস্থা চলতে থাকলে মুক্তিযুদ্ধের রাষ্ট্র মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’

‘পুলিশি অভিযানের নামে আইওয়াশ করে এ গভীর সংকট নিরসন হবে না বা রাষ্ট্রের ক্ষত মুছে যাবে না। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন, অনির্বাচিত সরকারের পদত্যাগ, ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, কেন্দ্রীভূত ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের ক্ষমতায়নসহ স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করেই বিদ্যমান ভয়াবহ সংকট থেকে উত্তরণ সম্ভব।’জাগোনিউজ

Facebook Comments Box
advertisement

Posted ২১:৩০ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com