শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পহেলা বৈশাখের সড়ক নির্দেশনা

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | প্রিন্ট

পহেলা বৈশাখের সড়ক নির্দেশনা

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার অনুষ্ঠিত হচ্ছে বাংলা নববর্ষ উদযাপন। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে রাজধানীর ৩৭টি পয়েন্টে যান চলাচল বন্ধ রাখা হবে।

 

রমনা পার্ক এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর কেন্দ্রিক সড়কগুলোতে রোডব্লক বসানো হবে এবং বেশ কিছু সড়কে ডাইভারশন থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রমনা এলাকায় ২৯টি পয়েন্টে রোডব্লক বসানো হবে।

 

পয়েন্টগুলো হল- সোনারগাঁও ক্রসিং, বাংলামটর ক্রসিং, পরিবাগ গ্যাপ, নৌবাহিনীর ভর্তি তথ্য কেন্দ্রের গলি, পুলিশ ভবন ক্রসিং, সাকুরার গলি, সবজি বাগান ক্রসিং, মিন্টুরোড পূর্বপ্রান্ত, মগবাজার ক্রসিং (বাংলামটরমুখি একপাশ), অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎসভবন ক্রসিং, সেগুন বাগিচা, ইউবিএল, জিরোপয়েন্ট, সরকারি কর্মচারি হাসপাতাল গলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ক্রসিং, রোমানা ক্রসিং, বকশিবাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেটের পশ্চিম পাশ, বিসিএস প্রশাসন একাডেমি গলি ও শাহবাগ ক্রসিং।

যেসব সড়কে ডাইভারশন:

বিকল্প পথে ঘুরে যাওয়ার জন্য কিছু সড়কের মাথায় ডাইভারশন থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

 

সেগুলো হল- সোনারগাঁও ক্রসিং, বাংলামোটর ক্রসিং, মিন্টোরোড পূর্ব প্রান্ত, কাকরাইল চার্চ, ইউবিএল ক্রসিং, জিরোপয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, শহীদুল্লাহ হল ক্রসিং, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

 

ট্রাফিক বিভাগ জানিয়েছে, সোনারগাঁও উত্তর এবং পশ্চিম দিক থেকে আসা সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও অন্যান্য গাড়ি সোনগাঁও থেকে বামদিকে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার মালিবাগ দিয়ে যাবে।

 

প্রাইভেটকারসহ ব্যক্তিগত অন্য গাড়ি বাংলামোটর দিয়ে বামে মোড় নিয়ে মগবাজার দিয়ে চলে যাবে।

 

সায়েদাবাগ-মতিঝিল-ফুলবাড়িয়া থেকে আসা সকল প্রকার বাণিজ্যিক গাড়ি জিরোপয়েন্ট-ইউবিএল-নাইটিংগেল ক্রসিং-রাজমনি ক্রসিং-শান্তিনগর ক্রসিং-মালিবাগ মোড়-মগবাজার হয়ে যাবে।

 

মিরপুর রোডের উত্তর দিক থেকে আসা সকল প্রকার গাড়ি সায়েন্সল্যাব ক্রসিং থেকে সোজা দক্ষিণ দিকে নিউমার্কেট-আজিমপুর-শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে দিয়ে বকশিবাজার হয়ে গুলিস্তান যাবে।

ধানমন্ডি রবীন্দ্র সরোবর কেন্দ্রিক যেসব স্থানে রোডব্লক:

ধানমন্ডি কেন্দ্রিক ৮টি পয়েন্টে রোডব্লক থাকবে বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

সেগুলো হল- তাকওয়া মসজিদ, ধানমন্ডি ৬ নম্বর রোডের দক্ষিণ প্রান্ত, ৭ নম্বর সড়কের মধ্যবর্তী স্থান, ৮/এ সড়কের মধ্যবর্তী স্থান, ধানমন্ডি ৮ ব্রিজের পূর্ব প্রান্ত, ধানমন্ডি ৮ এর উল্টো প্রান্ত, জিগাতলা মোড় (কায়সার সুইটমিটের সামনে) ও ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন রোড ১৩/এ।

 

ডিএমপির ট্রাফিক রমনা বিভাগ জানিয়েছে, বর্ষবরণ উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে দুই পালায় মোট ৬৬৪ জন পুলিশ সদস্য ধানমন্ডি ও রমনাতে দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৩২ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com