বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীমণির মামলায় নাসির মাহমুদ গ্রেপ্তার

  |   সোমবার, ১৪ জুন ২০২১ | প্রিন্ট

পরীমণির মামলায় নাসির মাহমুদ গ্রেপ্তার

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির দায়ের করা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের একটি সূত্র।

এর আগে সকালে ব্যবসায়ী নাসির মাহমুদসহ ৬ জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।

আলোচিত এই নাসির ইউ মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি উত্তরা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট।

রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরীমণি। তার আগে পরীমণির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে মুহূর্তেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরীমণি অভিযোগ করেন, বুধবার রাতের ঘটনার বিচার চেয়ে থানায় গেলেও সহযোগিতা না করে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনায় ৪ দিন ধরে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চেয়ে না পেয়ে ফেসবুকের শরণাপন্ন হন পরীমণি। যদিও তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম মিয়া।

তিনি বলেন, ডিউটি অফিসারের কাছে পরীমণি যখন আসেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ অবস্থায় কারো অভিযোগ নেওয়া সম্ভব নয়। তখন আমাদের টিম তাকে হাসপাতাল পর্যন্ত দিয়ে আসে। তিনি সুস্থ হয়ে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি। কোনো অভিযোগ দিতেও আসেননি।

এদিকে সংবাদ সম্মেলনে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে পরীমণি বলেন, আমার যদি কিছু হয়ে যায় তবে দায়ী থাকবেন অভিযুক্ত ব্যক্তি।

পরীমণি বলেন, আমাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যেতে চেষ্টা করে। সে নাকি আইজিপি বেনজীর আহমেদের বন্ধু। কাছের মানুষ। আমাকে সে বলে- বেনজীর কি তোর বাপ লাগে? পারলে তোর বাপকে ডাক। তোকে তিন পিস করে নদীতে ভাসায় দেব।

পরীমণি আরও বলেন, উনার নাম নাসির ইউ মাহমুদ, বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। আমি তাকে চিনিই না। ওই দিনই আমার সঙ্গে প্রথম দেখা হয়।

সংবাদ সম্মেলনে পুরো সময় পাশে ছিলেন নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। বুধবারের সেই স্মৃতি কাটিয়ে যেন পরীমণি ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সবার সহযোগিতা চান তিনি।

তিনি বলেন, পরীর মুখে আপনারা যা শুনেছেন, আমিও আজ তাই শুনেছি। সে যেহেতু বিচার চেয়েছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত। পরীমণি আমাদের দেশের সম্পদ। ওর পাশে থাকা উচিত আমাদের সবার।

এদিকে সোমবার সকালে পরীমণির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপকমিশনার আ স ম মাহতাবদ্দিন।

পরীমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা গেছে বিনোদন অঙ্গনের মানুষদের। পাশে দাঁড়িয়েছেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী ভাবনাসহ আরও অনেকেই।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৯ | সোমবার, ১৪ জুন ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com