বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ‘দিপু মনি ২’ বললেন পার্থ

  |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

parto-facebook

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ‘দিপু মনি ২’ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

‘কোনো চাপ দেখছেন না নয়া প্রতিমন্ত্রী, দ্রুত সংলাপের আহ্বান কূটনীতিকদের’ শিরোনামে একটি সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে ব্যারিস্টার পার্থ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সর্ম্পকে এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ই জানুয়ারির নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক ভাবে গণ মাধ্যমের সামনে কথা বলে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান এবং সে সর্ম্পকে বিদেশিদের মনোভাবের বিষয়টি স্পষ্ট করেন। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচন সাংবিধানিক প্রক্রিয়ার বাধ্য বাধকতার কারণেই ৫ই জানুয়ারির নির্বাচন হয়েছে বলেই জানানো হয়েছে ব্রিফিংয়ে।

আন্দালিব পার্থ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বিফ্রিং এ বলা প্রত্যাখান করে তাকে সাবেক পররাষ্ট্র মন্ত্রী দিপু মনির সাথে তুলনা করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনাকে দিপু মনি পার্ট-২ মনে হচ্ছে। অবশ্যই একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সংলাপে বিশ্বাসী, কিন্তু তারমানে এই না যে আপনি যা বলবেন এবং যা করেছেন তা মেনে নেব..’

উল্লেখ্য, উক্ত বিফ্রিং এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, একটি আলোচনা শুরুর বিষয়ে আমরা আন্তরিক। তবে এজন্য বিএনপিকে জামায়াত ছেড়ে আসতে হবে।

তিনি কূটনীতিকদের আরও জানান, সংখ্যালঘুদের উপর হামলার জন্য ম্যাডাম খালেদা জিয়া সরকারী দলকে করেছেন। ৫% ভোটও পড়েনি বলে দাবি করেছেন। এভাবে কথা বলার অর্থ হল সংলাপের বিষয়ে তাদের আগ্রহী নন। তাদেরকে প্রমাণিত সত্য মানতে হবে।

কূটনীতিকরা তার এ বক্তব্যের বিষয়ে কোন দ্বিমত করেননি বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় প্রায় ষাটজন কূটনীতিক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তাদের পক্ষ থেকে আমরা কোনো চাপ অনুভব করছি না। তারাও নির্বাচনের জন্য একটি সংলাপ চাচ্ছেন। আমরাও চাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের কোনো ভিন্নমত নেই।

ব্রিফিং শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সাংবাদিকদের বলেন, দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, তাদের বক্তব্য ও অবস্থান ইতিবাচক এবং তার প্রেক্ষিতে সরকারের বক্তব্যও ইতিবাচক।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৯ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com