বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ কোটি মানুষকে সম্পৃক্ত করা হবে

  |   শনিবার, ১১ জুন ২০২২ | প্রিন্ট

‘পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ কোটি মানুষকে সম্পৃক্ত করা হবে

দেশের ৫০ বছরের ইতিহাসে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান হবে সবচেয়ে বড় উৎসবমুখর অনুষ্ঠান। আগামী ২৫ জুন এ অনুষ্ঠানে হতে যাচ্ছে। দেশের ১৭ কোটি মানুষকে সেদিন পদ্মা সেতুর জনসভায় সম্পৃক্ত করা হবে। পুরো দেশেই ওইদিন জনসভা হয়ে যাবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ৫ দিন। এমনটাই জানালেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

শনিবার সকাল ৯টার দিকে প্রতিনিধি দলটি স্পিডবোটযোগে এসে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন। পরে জনসভায় সারাদেশ থেকে নৌযানে আসা মানুষের জন্য ব্যবস্থাপনার বিষয়গুলো সরেজমিনে দেখেন। এ সময় তারা লঞ্চ ঘাট ও জনসভাস্থল পরিদর্শন করেন।

 

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সারাদেশেই উৎসবের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে আরো চমক থাকবে। জনসভা সফল করতে প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতারা আসছেন। ১০ লক্ষাধিক মানুষ জনসভায় আসবে। তাদের সুযোগ সুবিধা নিয়ে তারা কাজ করছেন। দক্ষিণাঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ এখানে আসবেন তারা যেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারেন তার সকল সুযোগ সুবিধা করা হচ্ছে।

 

এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, আমার ধারণা ১০ লাখের অনেক বেশি মানুষ প্রধানমন্ত্রীর জনসভায় আসবেন। সারাদেশের মানুষই সেদিন পদ্মা সেতুর জনসভার দিকে সরাসরি সম্পৃক্ত থাকবে।

 

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। আজও চিফ হুইপ মহোদয় ঘাট ব্যবস্থাপনা দেখিয়ে দিলেন। ৩শর ওপরে বড় মাঝারি লঞ্চ এই জনসভায় আসবে। সেগুলোর ব্যবস্থাপনার বিষয় নির্দেশনা দিলেন।

 

নৌযান শ্রমিকদের বেকার হয়ে পড়ার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী তখন এদেশে কেউ বেকার রবে না। সবারই কর্মসংস্থান হবে।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:০১ | শনিবার, ১১ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com