শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধনকে নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করার চেষ্টা করছে: শাজাহান খান

  |   শনিবার, ০৪ জুন ২০২২ | প্রিন্ট

পদ্মা সেতু উদ্বোধনকে নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করার চেষ্টা করছে: শাজাহান খান

‘২০১৫ সালে যখন যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম শুরু হয় তখন বিএনপি-জামায়াত এদেশে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নাশকতা শুরু করেছিল। তারা চেষ্টা করেছিল যুদ্ধাপরাধীর বিচারে বাধা সৃষ্টি করবে কিন্ত তারা সেটা পারেনি। তেমনি এখন এদেশের মানুষ যখন পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দ-উল্লাসে মেতে উঠবে, সেসময় বিএনপি-জামায়াত বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করে পদ্মা সেতু পার হবো ‘ইনশাআল্লাহ’।’

পদ্মা সেতু নিয়ে বিশেষ সাক্ষাৎকারে শনিবার (০৪ জুন) সকালে নিজ বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, পদহারা রাজনীতি নেতারা বিএনপির সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র করে সন্ত্রাস ও নাশকতা করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। এই পদ্মা সেতু শুধু আমাদের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্ন না, এটা আমাদের সারা দেশের মানুষের স্বপ্ন। ১৯৯২ সালে ২৫শে অক্টোবর বিএনপি সরকার থাকতে জাতীয় সংসদে ৭১বিধিতে আমি একটি বক্তব্য রেখে পদ্মা সেতুর কথা বলেছিলাম, তখন মন্ত্রী অলি আহমেদ তিনি বলেছিলেন পদ্মা সেতু তারা নির্মাণ করবে কিন্ত তারা করেনি। বরং তারা পদ্মা সেতু না হয়, সেই ব্যবস্থা নিয়েছিল।

প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ শুরু করলো তখন ষড়যন্ত্র শুরু হলো। বিশ্বব্যাংক যখন টাকা দিতে চাইলো সেই টাকা যাতে না দেয় সেই ষড়যন্ত্র শুরু করলো। শুধু বিএনপি না, নোবেল বিজয়ী ড. ইউনূস তিনিও ষড়যন্ত্র শুরু করলো। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক যাতে কোন টাকা না দেয়, সেই কাজটি তারা করেছিল। কিন্ত কোন ষড়যন্ত্র কাজে আসেনি। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করলেন পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করবে এবং আমরা সেটা করতে পেরেছি। আগামী ২৫ জুন জমকালো আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন হবে। বাংলার মানুষ আনন্দ উল্লাস করবে।

শাজাহান খান আরও বলেন, গাদদাহ হচ্ছে খালেদা জিয়া একসময় বলেছিলেন পদ্মা সেতু কেউ পার হবে না। জোড়াতালি দিয়ে পদ্মা সেতু তৈরি হচ্ছে। এটা ভেঙে পড়বে। তার জ্ঞানে গভীরতা দেখে আমি বিস্মিত হই, সে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি বলেন, আজকে পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। আজ যখন আমরা পদ্মা সেতু উদ্বোধন করবো তখন ছাত্রদল দিয়ে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই নজির নতুন নয় বিএনপির।

এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বাসার, জেলা আওয়ামী লীগের সদস্য সাকিলুর রহমান সোহাগ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৯ | শনিবার, ০৪ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com