শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নৌকার টিকিট পাচ্ছেন যারা

  |   মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

নৌকার টিকিট পাচ্ছেন যারা

একাদশ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। নৌকার টিকিট পেতে মনোনয়নপত্র কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা। ইতোমধ্যে খসড়া তালিকা তৈরি করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের প্রধান শেখ হাসিনার।

আওয়ামী লীগসহ শরিক জোট প্রার্থীদের চিঠি দেবে বুধবার থেকে। এখন বাকি শুধু প্রার্থীর তালিকা ঘোষণা। যদিও দলটির পক্ষ থেকে বলা হয়েছে ৬৫-৭০ আসন দেওয়া হতে পারে জোট শরিকদের। এতে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন ২৩০-২৩৫ জন। নৌকার টিকিট পাচ্ছেন তাদের খসড়া তালিকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, নৌকার টিকিট পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন-দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, যশোর-৪ রণজিত কুমার রায়, বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরিশাল-৪ পংকজ দেবনাথ, রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, সালমান এফ রহমান ঢাকা-১, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ঢাকা-১৩, কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১, ড. আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩, ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১, সাইফুজ্জামান শিখর মাগুরা-১, সাবেক আইজিপি নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২, অসীম কুমার উকিল নেত্রকোনা-৩, এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-২, শাহীন চৌধুরী কক্সবাজার-৪, মনজুর আলম চট্টগ্রাম-৪, টিপু মুনশি রংপুর-৪, ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫, আবদুল মান্নান বগুড়া-১, সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১, ইমাজ উদ্দিন প্রামাণিক নওগাঁ-৪, এনামুল হক রাজশাহী-৪, জুনাইদ আহেমদ পলক নাটোর-৩, মাহবুব-উল-আলম হানিফ কুষ্টিয়া-৩, আলী আজগর টগর চুয়াডাঙ্গা-২, কাজী নাবিল আহমেদ যশোর-৩, স্বপন ভট্টাচার্য যশোর-৫, ইসমত আরা সাদেক যশোর-৬, বীরেন শিকদার মাগুরা-২, আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪, তোফায়েল আহমেদ ভোলা-১, নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৩, আমির হোসেন আমু ঝালকাঠি-২, সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১, নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬, মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ-৩, আসাদুজ্জামান খান কামাল ঢাকা-১২, আ ক ম মোজাম্মেল হক গাজীপুর-১, নুরুল মজিদ হুমায়ুন নরসিংদী-৪, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর-৩, কাজী জাফর উল্যাহ ফরিদপুর-৪, ফারুক খান গোপালগঞ্জ-১, শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২, শেখ হাসিনা গোপালগঞ্জ-৩, নাহিম রাজ্জাক শরীয়তপুর-৩, এম এ মান্নান সুনামগঞ্জ-৩, ইমরান আহমেদ সিলেট-৪, অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু কুমিল্লা-৫, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর-২, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৩৭ | মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com