শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার আহ্বান: তারানকো

  |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

pm with un

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি  অস্কার ফার্নান্দেজ তারানকো। জবাবে প্রধানমন্ত্রী জানান, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে।গওহর রিজভী এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। একই সঙ্গে চলমান সংকট নিরসন করে বাংলাদেশের গণতন্ত্র আরো সমুন্নত হোক এটাও জাতিসংঘ প্রত্যাশা করে বলে জানিয়েছেন শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠকে বসেন অস্কার ফার্নান্দেজ তারানকো। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত এ চলা এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী দলের অংশগ্রহণে দশম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দীর্ঘ আলাপ হয়।

বৈঠকে অস্কার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভানত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী।

এর আগে দুপুরে হোটেল সোনাগাঁওয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারানকো। রাতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সকাল ১০টায় মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারানকো। এরপর তিনি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলীর সঙ্গে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করবেন তারানকো।

প্রসঙ্গত, শুক্রবার রাতে ৪ দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩৩ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com