বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিরাপত্তাহীনতায় সফর বাতিল, ফিরে যাচ্ছে ক্যারিবীয় যুবারা

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

west indes

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে প্রত্যাহার করে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ক্রিকইনফো জানিয়েছে, সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে সফর বাতিলের খবর নিশ্চিত করেছে।
গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ দলের হোটেলের পাশে দুটি ককটেল বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত এসেছে।
বিবৃতিতে বলা হয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোর প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ থেকে দল প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে ৭২ ঘণ্টার অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতালের কারণে বাংলাদেশে ক্রিকেট খেলার উপযোগী পরিস্থিতি নেই।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। এ অবস্থায় যত দ্রুত সম্ভব ক্যারিবীয় ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে।
এতে আরো বলা হয়, দলের হোটেলে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে রয়েছেন ক্রিকেটাররা। তারা বাংলাদেশ না ছাড়া পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা বহাল থাকবে।
গত শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন হোটেলে অবস্থানরত ক্যারিবীয় ক্রিকেটাররা।
এ অবস্থায় রবিবার সকালে সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামেননি ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত হয়। আজ ওই ম্যাচটি হওয়ার কথা ছিল।
ক্যারিবীয় ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তাতে আশ্বস্ত হতে পারেনি ক্যারিবীয় বোর্ড।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:১৭ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com