বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশকে ভয়ঙ্কর বন্দিশালায় পরিণত করেছে অবৈধ শাসকগোষ্ঠী: খালেদা

  |   রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

khaleda with press 1

ঢাকা: বিএনপি চেয়ারপারসন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এক অদ্ভুত হীরক রাজার দেশে বাস করছি। যেখানে এক ব্যক্তির খেয়ালখুশীতেই দেশ চলছে, যেখানে সত্যের পক্ষে কথা বলার কোনো অধিকার কারো নেই।’

বিএনপির শীর্ষ তিন নেতাকে কারাগারে প্রেরণে নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী আজ নিম্ন আদালতে হাজির হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনাকে সরকারের চরম প্রতিহিংসামূলক জুলুম নির্যাতনের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন বেগম জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদেরকে বেছে বেছে গুম, খুন ও পাইকারি হারে গ্রেপ্তারের মধ্য দিয়ে গোটা দেশকেই এক ভয়ঙ্কর বন্দীশালায় পরিণত করেছে। কেন্দ্রীয় নেতাদেরকে পালাক্রমে আটকে রেখে তারা তাদের সিংহাসনকে অবৈধভাবে আঁকড়ে থাকতে চাচ্ছে। অগণতান্ত্রিক, জনবিরোধী, মানবতাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা জনগণ থেকে এতো বেশি দূরে সরে গেছে যে জনরোষ থেকে বাঁচতে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজী, জুলুমবাজী ও সন্ত্রাসের চরম মাত্রায় উপনীত হয়ে এই অবৈধ সরকার গণবিচ্ছিন্ন ও গণধিকৃত হয়েছে।’

বেগম জিয়া দৃঢ়কণ্ঠে বলেন, ‘বিরোধী দলকে ধ্বংস করতে বর্তমান অবৈধ সরকারের মহাপরিকল্পনা কখনোই আলোর মুখ দেখবে না। আওয়ামী লীগ কখনোই মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেনি, কারণ আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সবসময়ই অবজ্ঞা প্রদর্শণ। স্বৈরাচারী নীতির কারণেই অতীতে তাদের পরিনতি ভালো হয়নি, আগামীতেও হবে না।’

বেগম জিয়া জোর দিয়ে বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ন্যাক্কারজনক মামলা দিয়ে গ্রেপ্তার করে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না, বরং সংগ্রামী জনগণ অবৈধ সরকারের সব অনাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:৩৮ | রবিবার, ১৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com